হোম > খেলা

আনচেলত্তির হাত ধরেই খরা কাটবে ব্রাজিলের

ভরসা রাখছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক

সোমবার (১২ মে) কার্লো আনচেলত্তিকে নিজেদের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির সে ঘোষণার পর ইতালিয়ান মাস্টারমাইন্ডকে স্বাগত জানিয়েছেন রিভালদো। তার বিশ্বাস, আনচেলত্তির হাত ধরেই দীর্ঘদিনের শিরোপা খরা কাটবে ব্রাজিলের।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়র, রাফিনহা, রদ্রিগো গোজদের নিয়ে কাজ করবেন আনচলেত্তি। তার কাজ শুরু হবে আগামী ২৬ মে। রিভালদোর আশা, অল্প সময়ের মধ্যেই দিকহারা ব্রাজিল দলে ভারসাম্য এনে দেবেন আনচেলত্তি।

রিভালদো বলেন, ‘ব্রাজিল ও ইউরোপিয়ান লিগে খেলে এমন ফুটবলারদের নিয়ে আনচেলত্তি একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবেন। সমর্থন পেলে এবং জাতীয় দল নিয়ে ভাবার সময় পেলে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষা শেষ করতে পারেন। এই চ্যলেঞ্জের জন্য আমি তাকে শুভকামনা জানাচ্ছি।’

সাবেক তারকা ফুটবলার আরও বলেন, ‘বড় কথা হলো সিবিএফ সেরা কোচদের একজনকে বেছে নিয়েছে। আনচলেত্তি দারুণ একজন সফল কোচ। তার অধীনে আমি এসি মিলানে খেলেছি। তিনি যে ক্লাবেই গেছেন সেখানেই ট্রফি জিতেছেন। এটা ঠিক যে বিশ্বকাপের আগে তার হাতে বেশি সময় নেই। এরপরও তার ভালো কাজ করার সম্ভাবনা আছে।’

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার