হোম > খেলা

আনচেলত্তির হাত ধরেই খরা কাটবে ব্রাজিলের

ভরসা রাখছেন রিভালদো

স্পোর্টস ডেস্ক

সোমবার (১২ মে) কার্লো আনচেলত্তিকে নিজেদের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির সে ঘোষণার পর ইতালিয়ান মাস্টারমাইন্ডকে স্বাগত জানিয়েছেন রিভালদো। তার বিশ্বাস, আনচেলত্তির হাত ধরেই দীর্ঘদিনের শিরোপা খরা কাটবে ব্রাজিলের।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমার জুনিয়র, রাফিনহা, রদ্রিগো গোজদের নিয়ে কাজ করবেন আনচলেত্তি। তার কাজ শুরু হবে আগামী ২৬ মে। রিভালদোর আশা, অল্প সময়ের মধ্যেই দিকহারা ব্রাজিল দলে ভারসাম্য এনে দেবেন আনচেলত্তি।

রিভালদো বলেন, ‘ব্রাজিল ও ইউরোপিয়ান লিগে খেলে এমন ফুটবলারদের নিয়ে আনচেলত্তি একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবেন। সমর্থন পেলে এবং জাতীয় দল নিয়ে ভাবার সময় পেলে তিনি ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের অপেক্ষা শেষ করতে পারেন। এই চ্যলেঞ্জের জন্য আমি তাকে শুভকামনা জানাচ্ছি।’

সাবেক তারকা ফুটবলার আরও বলেন, ‘বড় কথা হলো সিবিএফ সেরা কোচদের একজনকে বেছে নিয়েছে। আনচলেত্তি দারুণ একজন সফল কোচ। তার অধীনে আমি এসি মিলানে খেলেছি। তিনি যে ক্লাবেই গেছেন সেখানেই ট্রফি জিতেছেন। এটা ঠিক যে বিশ্বকাপের আগে তার হাতে বেশি সময় নেই। এরপরও তার ভালো কাজ করার সম্ভাবনা আছে।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা