আবার চোট পেয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনজুরি বাঁ পায়ের মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে)। যে কারণে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন। এই চোট সারিয়ে তুলতে নেইমারের অস্ত্রোপচার দরকার হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ।
সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে এখন তাকে মাঠে না নামার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ না মেনেই অনুশীলন করে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ দিয়েছে এ খবর।
চিকিৎসক থেকে সান্তোস কর্তৃপক্ষ, ব্যক্তিগত স্টাফরা পর্যন্ত মাঠে না নামার পরামর্শ দিয়েছেন নেইমারকে। শুধু তাই নয়, মেনিস্কাস অঞ্চলের চোট দ্রুত সারাতে অ্যান্থ্রোস্কপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করারও পরামর্শ দিয়ে রেখেছেন চিকিৎসকরা। এই পরামর্শ মানলে ২০২৫ সালে আর মাঠে নামা হবে না বার্সেলোনা ও পিএসজি সাবেক তারকার। ব্রাজিলিয়ান সিরি’এতে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া সান্তোসের আরো তিন ম্যাচ বাকি এখনো। তবে এই তিন ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।