হোম > খেলা

দেশবাসীর উদ্দেশ্যে শমিতের বার্তা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই শমিত সোমের। সম্প্রতি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) অনুমোদন পেয়েছেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার। এরপর প্রথমবারের মতো দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন শমিত।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শমিত বলেন, ‘আমি শমিত সোম। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই উত্তেজিত। পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই প্রক্রিয়াটাকে দ্রুত শেষ করতে যারা কাজ করে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।’

গত ২০ এপ্রিল জন্মনিবন্ধন হাতে পান শমিত। চলতি মাসের প্রথম দিন পান কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্ট হাতে পান মাঝমাঠের এই অতন্দ্র প্রহরী। বাকি ছিল কেবল ফিফার অনুমোদন। ৬ মে সেটাও পেয়ে যান শমিত।

নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফার অনুমোদন পাওয়ায় এশিয়ান কাপ বাছাইয়ের সে ম্যাচে শমিতকে পাচ্ছে বাংলাদেশ। আগামী ১ জুন কাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে শমিতের।

বাবা-মা বাংলাদেশি হলেও শমিতের জন্ম ও বেড়ে উঠা কানাডায়। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কাভালরি এফসির হয়ে খেলছেন তিনি। কানাডা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই