হোম > খেলা

থুতুকাণ্ডে আরও তিন ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

লিগস কাপের পর এবার মেজর লিগ সকারেও (এমএলএস) নিষিদ্ধ হলেন লুইস সুয়ারেজ। ইন্টার মিয়ামির এ তারকা ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রের লিগে নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচের জন্য। প্রতিপক্ষের একজনকে থুতু দেওয়ার ঘটনায় এ নিয়ে ৯ ম্যাচ নিষিদ্ধ হলেন উরুগুয়ের এ স্ট্রাইকার।

শনিবার শার্লট এফসির বিপক্ষে খেলতে পারবেন না সুয়ারেজ। দর্শক হয়ে থাকবেন মঙ্গলবার সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষেও, লিগস কাপে যাদের বিপক্ষে সুয়ারেজ ওই কাণ্ড ঘটান। পরে ২০ সেপ্টেম্বর ডি.সি. ইউনাইটেডের বিপক্ষেও মাঠে থাকতে পারবেন না সুয়ারেজ।

সুয়ারেজ শাস্তি পেলেও সার্জিও বুসকেটস ও টমাস আবিলেস পেয়েছে স্বস্তির খবর। লিগস কাপে দুজন যথাক্রমে দুই ম্যাচ ও তিন ম্যাচ নিষিদ্ধ হলেও এই দুই ফুটবলার মেজর লিগ সকারে কোনো সাজা পাননি। মিয়ামির লিগ ম্যাচে তাই খেলতে বাধা নেই তাদের।

ক্ষমা চেয়েছিলেন লুইস সুয়ারেজ। তবে তাতে কোনো কাজ হয়নি। নিজস্ব আইনের পথ ধরেই হেঁটেছে লিগস কাপ আয়োজক কমিটি। লিগস কাপের সিয়াটল সাউন্ডার্সের স্টাফের গায়ে থু থু নিক্ষেপের শাস্তি হিসেবে লিগস কাপে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পান ইন্টার মিয়ামি তারকা। একই ম্যাচে বিতর্কিত ঘটনায় শাস্তি পান সুয়ারেজের দুই সতীর্থ সার্জিও বুসকেটস ও টমাস আবিলেসও।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার