আদালতের রায়
স্ত্রী হাসিন জাহান ও একমাত্র মেয়ে আয়রার ভরণপোষণের জন্য মাসে ৪ লাখ রুপি দিতে হবে মোহাম্মদ শামিকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ লাখ ৭২ হাজার টাকার বেশি। ভারতীয় তারকা পেসারকে এই নির্দেশ দিয়েছেন কলকাতার উচ্চ আদালাত।
২০১৮ সাল থেকেই শামি ও হাসিনের সংসারে ভাঙন ধরেছে। এরপর থেকেই চলছে তাদের বিচ্ছেদের মামলা। সেই মামলায় হাসিন ও আয়রার ভরণপোষনের জন্য শামিকে মাসে ১.৩ লাখ রুপি দেওয়ার আদেশ দেন আলিপুর জেলা আদালত। সেই রায় না মেনে উচ্চ আদালতের দ্বারস্ত জন হাসিন। তাতেই আরও বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে শামিকে।