হোম > খেলা

ছয়ে উঠল ম্যানইউ, সবার ওপরে মিলান

ইউরোপিয়ান ফুটবল

স্পোর্টস ডেস্ক

আগের ম্যাচে হোঁচট খেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে তাদেরকে রুখে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। ড্রয়ের সেই হতাশা ভুলে গেছে ম্যানইউ ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ঠিক পরের ম্যাচেই। উলভারহ্যাম্পটনের মাঠে গোল উৎসব করে জয়ের ধারায় ফিরেছে কোচ রুবেন আমোরিমের শিষ্যরা। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের নৈপুণ্যে ম্যানইউ জিতেছে ৪-১ গোলে।

ম্যাচের ২৫ মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জ্যাঁ-রিকনার-বেলেগার্ডের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ৫১ মিনিটে ব্রায়ান এমবেউমোর গোলে ফের এগিয়ে যায় অতিথিরা। ৬২ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে দেন ম্যাসন মাউন্ট। আর পেনাল্টি থেকে ৮২ মিনিটে উলভারহ্যাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রুনো ফার্নান্দেজ। এতে পূর্ণ হয় তার জোড়া গোল।

দুর্বার এ জয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে গেছে ম্যানইউ। ১৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। আর উলভারহ্যাম্পটন পড়ে আছে ইংলিশ লিগের তালিকার সবার নিচে।

অন্যদিকে ক্রিস্টিয়ান পিউলিসিকের জোড়া গোলে তুরিনোকে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি এ'র শীর্ষে উঠে গেছে এসি মিলান। অবশ্য ম্যাচের শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল অতিথি মিলান। তবে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত গল্প লিখে তুরিনের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে মিলান।

ম্যাচের ১৭ মিনিটের মধ্যে নিকোলা ভ্লাসিক ও দুভান জাপাতার গোলে ২-০ গোলের লিড নিয়ে ফেলে তুরিনো। সাত মিনিট বাদেই একটি গোল শোধ করে মিলান। গোলটি এনে দেন আদ্রিয়েন র‌্যাবিয়ট। দশ দিনের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করে ম্যাচের নায়ক বনে যান ক্রিস্টিয়ান পিউলিসিক।

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা