হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসানোর পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তামিম ইকবাল। উন্নত চিকিৎসার্থে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবার জানা গেল, দুই-একদিন পর্যবেক্ষণের পর তাকে বাসায় ফেরার অনুমতি দিতে পারেন চিকিৎসকরা। এছাড়া পরিস্থিতি উন্নতির দিকে থাকায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তামিম ইকবালের সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরা হয়। সেখানেই জানানো হয় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তামিম এখন অনেকটাই ঝুঁকিমুক্ত বলেও জানান চিকিৎসকরা। তামিমের বাসায় যাওয়া প্রসঙ্গে ডা. আরিফ মাহমুদ বলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে (গতকাল) সিসিইউ থেকে রুমে (কেবিন) চলে যাবেন। এরপর এক বা দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’
এছাড়া ঝুঁকি কমে যাওয়া প্রসঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘আলহামদুলিল্লাহ্ সে এখন সুস্থ। ইনশাল্লাহ্ সে ভালো করবে। আধুনিক চিকিৎসা পেয়েছে তাই ঝুঁকিটা অনেক কমে গেছে। তবে আমাদের যে নির্দেশনা, এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীকে খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে।’ এছাড়া তামিমের জীবনাচরণে পরিবর্তন আনতে হবে বলেও জানান তিনি। তার কথায়, ‘নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মেডিটেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগস... তামিমের টিম ও পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’