হোম > খেলা

নেইমারকে প্রস্তুত থাকতে বলছেন আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। পুরনো রূপে ফিরে যেতে গত মাসে দলটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় কার্লো আনচেলত্তিকে। ব্রাজিলে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেন ইতালিয়ান কোচ। সে দলে নেইমার জুনিয়রকে রাখেননি। তবে তারকা ফরওয়ার্ড যে তার পরিকল্পনার বাইরে নয় সেটা আগেই জানিয়েছিলেন ডন কার্লো।

এবার আরও একবার নেইমারকে নিয়ে নিজের পরিকল্পনার কথা শোনালেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সান্তোসের আক্রমণভাগের ফুটবলারকে প্রস্তুত থাকতে বলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। আসন্ন বিশ্বমঞ্চে নেইমারকে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপের আগে তার হাতে সময় আছে। বিশ্বকাপে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে।’

মূলত ইনজুরির পর ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না থাকায় বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত দলে নেইমারকে রাখেননি আনচেলত্তি। নেইমারকে ছাড়াই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল।

ইনজুরির কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে নেইমারের ক্যারিয়ার। আল হিলাল ছেড়ে গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন এই ফরওয়ার্ড। ইনজুরির মাথাচাড়া দিয়ে উঠায় গত ছয় মাসে মাত্র ১২টির বেশি ম্যাচ খেলতে পারেননি। যেখানে জালের দেখা পেয়েছেন তিনবার। শৈশবের ক্লাবটির সঙ্গে নতুনকরে ছয় মাসের চুক্তি করেছেন নেইমার।

চোটে স্মিথ, ভাগ্য খুলল খাজার, সমানে সমান লড়ছে অস্ট্রেলিয়া-ইংলঢ়ান্ড

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী