হোম > খেলা

বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক

স্লোভাকিয়ার বিপক্ষে গোল উৎসব করেছে জার্মানি। জার্মানরা জিতেছে ৬-০ গোলে। দুর্বার এ জয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনায় ম্যাচের ১৮ মিনিটে লিড পায় জার্মানি। দলকে এগিয়ে দেন নিক ভোল্টেমাড। পরে ২৯ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন সার্জিও নাব্রি। বিরতির আগে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪-০ নিয়ে যান লেরয় সানে। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় জার্মানি। ৬৭ ও ৮৯ মিনিটে গোল রিডল বাকু ও আসান ওয়েদ্রাগো।

অন্যদিকে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডসও। ডাচদের বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিতই ছিল। লিথুনিয়াকে ৪-০ গোলে জিতে বিশ্বকাপে জায়গা পেয়েছে তিনবারের রানার-আপরা।

মুশফিককে নিয়ে যা বললেন সিমন্স

টিভিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ

জয়ে রাঙাতে চায় বাংলাদেশ

আবেগ সরিয়ে অনুশীলনে মগ্ন মুশফিক

আফগানিস্তানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, বাকি রইল ১৬

জয় পেয়েছে ময়মনসিংহ-রংপুর

উগান্ডাকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের

আইরিশদের ভরসা স্পিন

আফ্রিকার সেরার দৌড়ে হাকিমি-সালাহ-ওসিমেন