হোম > খেলা

বড় হারে বাংলাদেশ ‘এ’ দলের বিদায়

স্পোর্টস রিপোর্টার

পুঁজিটা ছিল ১৭৫ রানের। কিন্তু এই পুঁজি নিয়েও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জয়ের মতো কোনো পরিস্থিতিই তৈরি করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। ৭ উইকেটের হারে টপ অ্যান্ড টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে নুরুল হাসান সোহানের দল।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের পাত্তা দেননি অ্যাডিলেডের দুই ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে ও জ্যাক উইন্টার। মূলত এই দুইজনের ১২৩ রানের উদ্বোধনী জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ ‘এ’। এমন উড়ন্ত শুরুতে হার্ভেকে সঙ্গ দেন উইন্টার।

মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ১৩তম ওভারের চতুর্থ বলে উইন্টার ফিরলে এই জুটি ভাঙে। তার আগে ৩৫ বলে সমান রান করেন এই ওপেনার। সঙ্গী হারালেও অপরপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন হার্ভে। ১০২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন এই ওপেনার। ৫৩ বলে ১৫ চারের পাশাপাশি একটি ছয় হাঁকান হার্ভে। তার সঙ্গে অপরাজিত থাকেন হ্যারি ম্যানেন্টি- ১৪ বলে ২৫ রান করেন তিনি।

মাঝে সাইফ হাসানের একই ওভারে হ্যারি নিলসন (৩ রান) ও টম ও’কনেল (৬ রান) ফিরলেও অ্যাডিলেডের জয়ের পথে সেটা কোনো সমস্যা তৈরি করতে পারেনি। মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলকে কোনো সুযোগই দেননি হার্ভে।

এর আগে দুই ফিফটিতে এই সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’। সবচেয়ে বড় ঝড়টা তোলেন আফিফ হোসেন ধ্রুব।

৪ নম্বরে ব্যাট করতে নেমে ৪৯ রানে অপরাজিত থাকেন আফিফ। ২৩ বলে ৫ চারের পাশাপাশি তিনটি ছয় মারেন এই ব্যাটিং অলরাউন্ডার। ৩৮ বলে ৫ চারের পাশাপাশি একটি ছয়ের মারে ৫০ রান এনে দেন জিসান আলম।

১৫ বলে একটি করে চার ও ছয়ের সাহায্যে ২৫ রানে অপরাজিত থাকেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশ ‘এ’ দলের পতন হওয়া চার উইকেটের মধ্যে তিনটাই নেন জ্যাকবস। ৪ ওভারে ৩৩ রান খরচ করেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’: ১৭৫/৪- ২০ ওভার (জিসান ৫০, আফিফ ৪৯*, রাব্বি ২৫*, নাইম ১৫, সাইফ ১৫; জ্যাকবস ৩/৩৩)

অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি: ১৭৯/৩- ১৮.১ ওভার (হার্ভে ১০২*, উইন্টার ৩৫*, ম্যানেন্টি ২৫*; সাইফ ২/২৮)

ফল: অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি ৭ উইকেটে জয়ী

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা