টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ হয়ে পড়েছে আরও অনিশ্চিত। অন্তত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় সেটাই জানা গিয়েছি। তিনি জানান, আইসিসি এক চিঠিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে।
সেখানে তিনটি বিষয় আছে বলে উল্লেখ করে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান দলে থাকলে বাড়বে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা। এছাড়া বাকি দুইটি কারণ হলো- সমর্থকরা বাংলাদেশের জাতীয় পতাকা অথবা জার্সি পরে ঘোরাফেরা করলে এবং নির্বাচন ঘনিয়ে এলে বাড়বে নিরাপত্তা শঙ্কা। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে জানানো এই তিন শঙ্কার কারণে বাংলাদেশ দলের ভারতে খেলা হবে না বলে জানান আসিফ নজরুল।
আজ সোমবার বাফুফে ভবনের সাংবাদিকদের এই কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে উনারা যদি বাংলাদেশের জাতীয় পতক জাতীয় যে জার্সি আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পড়ে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলে নিরাপত্তা নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’
তিনি আরও যোগ করেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই।’