বাংলাদেশ সফরে আসেনি ভারতের পুরুষ ক্রিকেট টিম। রাজনৈতিক কারণে বিসিসিআই স্থগিত করেছে সেই সফর। সেই সিরিজের ভাগ্য ঝুলে গেলেও মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে দেশের কন্যারা। আগামী ডিসেম্বরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে প্রতিবেশী দেশটিতে বাংলাদেশ দল খেলবে সিরিজ। এমন খবর দিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে ডিসেম্বরের মাঝামাঝিতে ভারত সফরে যাবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই খবর নিশ্চিত করেছে।
তবে সূচি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে। সিরিজ হতে পারে কলকাতা ও কটকে।
বাংলাদেশ-ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে নতুন চক্রের ওয়ানডে চ্যাম্পিয়নশিপ।
বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘প্রস্তাবিত খসড়া অনুসারে আমাদের ডিসেম্বরের ১৪-১৫ তারিখে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। এখনো দুই দেশের বোর্ড তা চূড়ান্ত করেনি, তবে আয়োজকদের (বিসিসিআই) কাছ থেকে ওই সময়ের কথা বিবেচনায় নিয়ে প্রস্তুতি শুরু করতে অনুরোধ জানিয়েছে।’