হোম > খেলা

প্যারা ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাকিদের মতো অবদান রেখে চলছেন প্যারা ক্রীড়াবিদরা। তুলনামূলক সুযোগ-সুবিধা সীমিত। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আরও সফলতা অর্জন করতে আত্মবিশ্বাসী হবেন। তাই এদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে প্যারা স্পোর্টস বিষয়ক সেমিনার ও বিশেষ সভায় এমন কথা বলেন তিনি। ড. মারুফ আহমেদ মৃদুল বলেন, ‘প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্যারা খেলোয়াড়রা অন্যদের চেয়ে বেশি সফলতার স্বাক্ষর রাখছেন। তাই প্যারা খেলোয়াড়দের দিকে আরো বেশি মনোযোগ ও সুযোগ-সুবিধা বেশি প্রয়োজন। এ বিষয়টি নিয়েই আমাদের কাজ করতে হবে।’

ড. মারুফ আহমেদ আরও বলেন, ‘বিদেশের মাটি থেকে সাধারন ক্রীড়াবিদরা যে পদক জিতে আনেন, তারচেয়ে অনেক বেশি পদক আনেন প্যারা ক্রীড়াবিদরা। তাই সাফল্যের নিরিখে প্যারা ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা আরও বেশি পাওয়া উচিত।’

সভায় আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সভাপতি মো. মাসুদুল হাসান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ প্যারা আরচারি ও বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম অভিজ্ঞতার কথা বলেন।

ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের তারকা ক্রিকেটার

প্লে–অফে রিয়াল-পিএসজি-বেনফিকা, সরাসরি শেষ ষোলোতে উঠল যারা

‘আইসিসি বিসিসিআইয়ের দুবাই অফিসে পরিণত হয়েছে’

টিভির পর্দায় অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিসহ আরো যত

হেরেও শেষ চারে জোকোভিচ

আইসিসিতে ক্রিকেট দিকহারা

আজ ফিরছেন সাফ ফুটসালজয়ীরা

কিউইদের কাছে হারল ভারত

বিশ্বকাপে যাচ্ছেন সৈকত, অপেক্ষায় সোহেল

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল ক্যাম্প সম্পন্ন