হোম > খেলা

কনওয়ে-হের ব্যাটে এগিয়ে নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্ট

স্পোর্টস ডেস্ক

ডেভন কনওয়ে

ওয়েলিংটনে বল হাতে মাঠে নেমেই দাপট দেখায় নিউজিল্যান্ড। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দেয় ২০৫ রানে। ব্লেয়ার টিকনার আর মাইকেল রায়ের দুরন্ত বোলিংয়ে হাসিমুখে প্রথম দিন অবশ্য পার করেছিল কিউইরা। কিন্তু স্বাগতিকরা হয়তো ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি যে, বিপর্যয় আসতে যাচ্ছে তাদের সামনেও। এমনটা আগে চিন্তা না করলেও অস্বস্তি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্ল্যাক ক্যাপস শিবিরকেও। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৮ রানের বেশি পুঁজি গড়তে পারেনি নিউজিল্যান্ড।

রিজার্ভ বেসিনে কিউই ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছেন অ্যান্ডারসন ফিলিপ আর কেমার রোচ। দলীয় ৩৬ রানে নিউজিল্যান্ড হারায় ওপেনার টম লাথামকে। ডেভন কনওয়ে আর কেইন উইলিয়ামসন মিলে বিপদ কাটিয়ে দলকে উদ্ধার করেন খাদের কিনারা থেকে। ক্যারিবীয় পেস তোপে সামলেও হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভন কনওয়ে আর মিচেল হে। ওপেনার কনওয়ে ১০৮ বলে ৮ বাউন্ডারিতে এনে দেন ৬০ রানের দারুণ কার্যকরী ইনিংস। আর মিচেল হের ব্যাট থেকে ৯৩ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় এসেছে ৬১ রান। কেইন উইলিয়ামসন দলীয় স্কোরে যোগ করেন ৩৭ রান।

ড্যারিল মিচেল ফিরে যান ২৫ রান নিয়ে। তবে ২৩ রানে অপরাজিত থেকে যান জ্যাক ফোকস। ব্লেয়ার টিকনার চোট নিয়ে ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও অ্যাবসেন্ট হার্ট হয়ে থাকতে পারেন এ পেসার। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৩টি উইকেট নেন ফিলিপ। আর রোচ উইকেট পেয়েছেন ২টি। তার আগে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।

দিনের শেষ দিকে ব্যাট হাতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের অল্প পুঁজিতে আটকে দিয়ে স্বস্তিতে নেই রোস্টন চেজরাও। ৩২ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। এখনো ক্যারিবীয়রা পিছিয়ে ৪১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০৫ ও ৩২/২ (কিং ১৫*, ক্যাম্পবেল ১৪, হজ ৩*; রায়ে ১/৪, ডাফি ১/৮)।

নিউজিল্যান্ড : ২৭৮/৯, ৭৪.৪ ওভার (হে ৬১, কনওয়ে ৬০, উইলিয়ামসন ৩৭; ফিলিপ ৩/৭০, রোচ ২/৪৩, গ্রেভস ১/২৮)। *দ্বিতীয় দিন শেষে।

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা