বিশ্বকাপ বাছাই
নিজেদের মাঠে শুরুতে লিড নিয়ে ক্রোয়েশিয়াকে চমকে দিয়েছিল ফারো আইল্যান্ডস। তবে দুর্দান্ত খেলে প্রত্যাবর্তনের গল্প লিখেছে ক্রোয়াটরা। শেষে ৩-১ গোলে জিতে ক্রোয়েশিয়া নিজেদের নাম লিখেছে ২০২৬ বিশ্বকাপে।
ইওস্কো গাভারদিওল সমতায় ফেরান ক্রোয়েশিয়াকে। পরে গোল এনে দেন পিটার মুসা ও নিকোলা ভালসিক।
বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ম্যানসিটির ডিফেন্ডার গাভারদিওল চোখ তাই এখন বিশ্বকাপের আগামী আসরে, ‘এক ম্যাচ বাকি থাকতেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। গর্ব করে বলতে পারি, আমরা বিশ্বকাপে উঠেছি। এখন আমরা সেই টুর্নামেন্টের অপেক্ষায় আছি। শেষ ম্যাচটা খেলতে মন্টিনেগ্রোতে আমরা বেশ স্বস্তিতেই যাব, সেখানেও লক্ষ্য থাকবে ৩ পয়েন্ট নেওয়া।’
অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নেওয়ার দুয়ারে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।