হোম > খেলা

নিজের লক্ষ্য জানালেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামে জিম্বাবুয়েকে টেস্টে হারানোর ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ওই ম্যাচের পর টেস্ট অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে মিরাজ দুই নম্বরে উঠে এসেছেন। পাশাপাশি ওই ম্যাচে ২০০ উইকেট ও দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। দারুণ দুই কীর্তিগড়া মিরাজকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। ওই সম্মাননা নেওয়ার পর মিরাজ জানান, অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠতে পারলে ভালো লাগবে।

মিরাজ বলেন, ‘অবশ্যই খুব ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র‍্যাংকিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরো ভালো লাগবে। টেস্টে দুই হাজার রান ও ২০০ উইকেট নেওয়ায় আজকে (গতকাল) আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে। তারা (বিসিএসএ) সবসময় পেছন থেকে আমাদের সমর্থন করে।’ নিজের লক্ষ্য নিয়ে মিরাজ বলেন, ‘আমার তো ক্যারিয়ার মাত্র শুরু হয়েছে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে।’

নিজের অর্জনের পাশাপাশি বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে নিয়ে কথা বলেন মেহেদি হাসান মিরাজ। শন টেইটের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে মিরাজ বলেন, ‘বিপিএলে চট্টগ্রামের অধিনায়ক থাকার সময় আমি শন টেইটের সঙ্গে কাজ করেছি। আমার মনে হয়, ওর সঙ্গে আমাদের বোঝাপড়া খুব ভালো ছিল। মানুষ হিসেবে অনেক ভালো। এরকম কোচ থাকা দলের জন্য ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি। ক্রিকেটারদের অনেক সহযোগিতা করে।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা