হোম > খেলা

লাইপজিগকে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্নের

কেইনের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

জার্মান বুন্দেসলিগার নতুন মৌসুমের শুরুতেই গোল উৎসব করল বায়ার্ন মিউনিখ। নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ডেকে এনে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাভারিয়ান জায়ান্টরা। দলের বড় জয়ের দিনে হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন।

কেইনের হ্যাটট্রিকের দিনে কম যাননি মাইকেল ওলিস। জোড়া গোল করেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার। বাকি গোলটা করেন বায়ার্নের হয়ে লিগে অভিষিক্ত লুইস দিয়াস।

ম্যাচে স্পষ্টতই ফেভারিট ছিল বায়ার্ন। এমন সমীকরণে ভক্তদের হতাশ করেনি মিউনিখের প্রতিনিধিরা। শিরোপা ধরে রাখার মিশনে আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। তাদের আধিপত্যের কোনো জবাবই ছিল না লাইপজিগের কাছে।

৬৩ শতাংশ বল দখলে রেখে লাইপজিগের লক্ষ্য বরাবর ১০টি শট নেয় বায়ার্ন। এর মধ্যে ছয়টিতেই বাজিমাত করে স্বাগতিকরা। বিপরীতে বায়ার্নের লক্ষ্য বরাবর মাত্র একটি শট নিতে পারে লাইপজিগ।

ম্যাচের দুই অর্ধে সমান তিনবার করে গোল উৎসব করে বায়ার্ন। ২৭ মিনিটে ওলিসের গোলে লিড পায় তারা। ৫ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান দিয়াস। ৪২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ওলিস।

বিরতির পর পুরো আলোটাই নিজের দিকে টেনে নেন কেইন। ১৩ মিনিটের ব্যবধানে তিনবার লক্ষ্যভেদ করেন এই ইংলিশ স্ট্রাইকার। এর মধ্যে দুটি গোলেই অ্যাসিস্ট করেন দিয়াস। ৬৪ মিনিটে তার পাস থেকে প্রথম গোলের দেখা পান কেইন। ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলের দেখা পান সাবেক টটেনহাম হটস্পার তারকা। এবারও তাকে সহায়তা করেন দিয়াস। ৩ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা