হোম > খেলা

‘মাথা উঁচু রাখো তোমরা’

হামজাদের বললেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার

মাঠ ছাড়ছেন হামজা চৌধুরী, ছবি: আমার দেশ

হামজা চৌধুরীকে নিয়ে নতুন পথচলা শুরু করেছে বাংলাদেশ। দেশের ফুটবলাঙ্গনে শুরু হয়েছে নতুন উন্মাদনা। লন্ডনপ্রবাসী এই তারকা ফুটবলারের সঙ্গে লাল-সবুজ জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন শমিত সোম ও ফাহামিদুল ইসলাম। একসঙ্গে তিন প্রবাসী স্টার ফুটবলারকে পেয়ে বাংলাদেশে ফুটবল উন্মাদনায় পেয়েছে নতুন মাত্রা। তাইতো এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে জাতীয় স্টেডিয়ামে বসেছিল ফুটবল উৎসব। সেই উৎসব ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনকেও।

হামজাদের খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সাবেক বিসিবিপ্রধান ফারুক আহমেদদেরও দেখা মিলেছিল গ্যালারিতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন উপভোগ করেন ম্যাচটি। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। দর্শক সারিতে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। তবে উৎসবের আমেজটা ম্লান হয়ে যায় সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে বাংলাদেশের হতাশার হারে।

হারলেও বাংলাদেশের ফুটবলারদের মাঠের পারফরম্যান্স মন ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। হারের তেতো স্বাদ হজম করেও উচ্ছ্বসিত ক্রিকেটাররা। লড়াই শেষে তারকা পেসার তাসকিন আহমেদ নিজের ফেসবুকে হামজার ছবি শেয়ার করে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।’ দুর্ভাগ্য আর নিজেদের ভুলে সিঙ্গাপুরের কাছে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। তবে দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ চোখে পড়েছে মেহেদী হাসান মিরাজের। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তারকা এই অলরাউন্ডার লিখেছেন, ‘এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, তা আরো অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরো উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।’

রুবেল হোসেনের চোখে ধরা পড়েছে ফিনিশারের অভাব। তবু দেশের ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন এই তারকা পেসার, ‘একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা