হোম > খেলা

যেকোনো উইকেটে মানিয়ে নেওয়ার পরামর্শ ফারুকের

স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া লিগের উইকেট কেমন হবে সেটা নিয়ে আলোচনা সমালোনার শেষ নেই। যদিও উইকেটের দিকে মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের সব ধরনের উইকেটে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩ মার্চ) দেশের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) উদ্বোধনের সময় ফারুক বলেন, ‘ডিপিএল নিয়ে তরুণ ক্রিকেটারদের একটা কথা বলি। ডিপিএল একমাত্র টুর্নামেন্ট যেখানে খেলে আমরা নিজেদের জাতীয় দলের জন্য প্রস্তুত করতাম। এখন তো আমাদের অনেক টুর্নামেন্ট আছে। জাতীয় দলের ক্রিকেটাররা তো আসলে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না। তারপরও ডিপিএলের অন্য রকম একটা আবেদন আছে সব সময়। আমি আশা করি, এই টুর্নামেন্ট অত্যন্ত সুষ্ঠুভাবে শেষ হবে। আমার মনে হয়, যত ম্যাচ খেলি, ভিন্ন উইকেটে খেলি, একজন ব্যাটার হিসেবে আমি জানি কোপ আপের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘বোলাররা ভালো উইকেটে কিংবা ব্যাটিং উইকেট না বোলিং বান্ধব উইকেট সেসব না দেখে কোন উইকেটে কিভাবে খেলা দরকার সেটা জানা দরকারি। আমি মানিয়ে নেওয়ার কথা বলছি। উইকেট যদি ভালো হয়, ব্যাটার হিসেবে আপনাকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে ব্যাটিং উইকেটে কিভাবে ভালো বোলিং করতে হয় সেটা শেখা জরুরি আমি মনে করি। উইকেট যদি অপ্রস্তুত থাকে তাহলে যেকোনো বোলারই ভালো করতে পারবে এবং টপ ব্যাটারদেরও খুবই সাধারণ কিছু মনে হয়।’

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা