হোম > খেলা

গ্রুপ সেরা হয়ে কোয়ালিফায়ারে আবাহনী

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর ফুটবলারদের গোল উদযাপন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারের টিকিট কেটেছে ঢাকা আবাহনী। ধানমন্ডির ঐতিহ্যবাহী দলটি ২-০ গোলে জিতেছে রহমতগঞ্জের বিপক্ষে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি আকাশি-নীল ব্রিগেড। এ নিয়ে চার ম্যাচ খেলে শতভাগ জয়ে ১২ পয়েন্টের পুঁজি নিয়ে সবকটিতেই ক্লিনশিট রয়ে গেছে তারা।


আবাহনীর সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে পুরান ঢাকার ক্লাবটিও। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ঢাকার আরেক জায়ান্ট টিম মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালোরা ৫-২ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। যদিও টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে দুদলের।


শুক্রবার কিংস এরেনায় আবাহনী ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। লড়াইয়ের ১২ মিনিটে এনামুল গাজী আবাহনীকে লিড এনে দেন। বক্সের মধ্যে রহমতগঞ্জের রক্ষণভাগের ফুটবলাররা বল বিপদমুক্ত করতে পারেননি। শাহরিয়ার ইমনের পাস পেয়ে ফাঁকায় দাঁড়িয়ে থাকা গাজী ক্ষিপ্রগতির শটে জালে কাঁপিয়ে দেন। বিরতির পর অধিনায়ক হৃদয় গোল ব্যবধান বাড়ালে আবাহনীর জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দাপটের সঙ্গে খেলে দশজনের ফকিরেরপুল ইয়ংমেন্সকে ৫-২ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে মোহামেডান। গত শুক্রবার লিগে ফকিরেরপুলের কাছে ০-১ গোলে হেরে পয়েন্ট খুইয়েছিল মোহামেডান। ঠিক সাত দিন বাদে ইয়ংমেন্সকে হারিয়ে সেই বদলা নিল মোহামেডান।


সাদা-কালোদের হয়ে দুটি করে গোল করেন মইনুল ইসলাম ও আরিফ হোসেন। অন্যটি ছিল ফকিরেরপুলের ডিফেন্ডার সাব্বির হোসেনের আত্মঘাতী গোল। হেরে যাওয়া ইয়ংমেন্সের হয়ে দুই গোল করেন রাফায়েল টুডু ও আকবির তুরায়েভ। ৬৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ডে রূপ নিতেই মাঠ ছাড়েন ফকিরেরপুলের গান্টো।

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই