পুরো দিনে ৯০ ওভার ব্যাটিং করে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০ রান! ওভারপ্রতি আয়ারল্যান্ডরা তুলেছে ৩ রান করে। এমন দারুণ বোলিংয়ে আইরিশদের ৩০০ রানের কমে আটকে রাখতে পেরে খুশি হাসান মাহমুদ। পাশাপাশি সিলেটের উইকেট ব্যাটারদের জন্য সুবিধাজনক বলেও জানান তিনি।
আজ সিলেটে ১২ ওভার বল করে ৩২ রান খরচায় এক উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তার মতো বল হাতে দারুণ করেছিলেন নাহিদ রানা-মেহেদি হাসান মিরাজরা। তাতে আয়ারল্যান্ড প্রথম দিনশেষে অলআউট না হলেও রান ৩০০-এর ওপরে নিতে পারেনি। হাসান বলেন, ‘ইকোনমি মানে বোলিং রান রেট তিন করে আছে। সো আমার মনে হয় খুব ভালো আজকের দিনটা শেষ করছি।’ প্রথম দিনে বাংলাদেশের জন্য সবচেয়ে হতাশাজনক ছিল ফিল্ডিং মিস। এটা নিয়ে অবশ্য কোনো আক্ষেপ কিংবা হতাশা নেই হাসানের। তার কথায়, ‘এটা পার্ট অব দ্য গেম, ক্যাচ হারাবেই। এটাকে আসলে পজিটিভ হিসেবে নেই যে চান্স আসছে।’
ক্যাচ মিসের পরও ভালো বোলিংয়ে আয়ারল্যান্ডকে ৩০০-এর কম রানে আটকে রাখার ব্যাপারে হাসান বলেন, ‘আমরা খুব ভালো একটা পজিশনে আছি এখন। কালকে (আজ) যদি শুধু আর্লি ওদের উইকেট নেওয়া যায়।’ তার আশা ব্যাট হাতে আয়ারল্যান্ডকে রান টপকে বড় লিড নিতে পারবে স্বাগতিকরা। এ নিয়ে তিনি বলেন, ‘আশা করি আমরা এটা চেজ করে একটা ভালো কাট-অফ করব।’ এছাড়া তিনি যোগ করেন, ‘যতদিন যাবে উইকেটটা আরেকটু ঘুরবে বা আরেকটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমার মনে হয় যে স্পিনাররাই দিনশেষে টেক-ওভার নেবে।’