হোম > খেলা

হেটমায়ার তাণ্ডবে ফাইনালে গায়ানা, প্রতিপক্ষ রংপুর

স্পোর্টস ডেস্ক

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের কারণে বেশ চাপেই ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিন্তু সব চাপ দূর করেন শিমরন হেটমায়ার। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবে হোবার্ট হারিকেন্সকে ৪ উইকেটে হারিয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে গায়ানা।

শিরোপার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে আয়োজকরা। এর আগে নিজেদের সবশেষ ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের ফাইনালের টিকিট কাটে নুরুল হাসান সোহানের দল।

প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মঈন আলী, গুদাকেশ মোটির বোলিং তোপে পড়ে ১২৫ রানে অলআউট হয় হোবার্ট। ২০ বলে ২৮ রান করেন ফাবিয়ান অ্যালেন। সমান ২১ রান আসে মোহাম্মদ নবি, নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমটের ব্যাট থেকে। ১৬ রান করেন রাইট। মাত্র ৯ রানে ৩ উইকেট নেন মোটি। মঈনের শিকার ২ উইকেট। ১৭ রান খরচ করেন এই ইংলিশ ক্রিকেটার। সমান উইকেট নিতে ৩৫ রান দেন ইমরান তাহির।

জবাবে ৯ ওভার শেষে গায়ানার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৩ রান। পরের ওভারে দৃশ্যপট বদলে দেন হেটমায়ার। ফাবিয়ান অ্যালেনের করা ওই ওভারে পাঁচটি ছয় মারেন তিনি। বাকি বল থেকে নেন ২ রান। তাতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় গায়ানা। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ১০ বলে ছয়টি ছয়ের সাহায্যে ৩৯ রানের ইনিংস খেলেন হেটমায়ার। এরপর আরো ২ উইকেট হারালেও তাই জয় হাতছাড়া হয়নি গায়ানার। ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: হোবার্ট হারিকেন্স: ১২৫/১০ (১৬.১ ওভার); অ্যালেন ২৮, নবি ২১; মোটি ৩/৯

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স: ১২৮/৬ (১৬.৩ ওভার); হেটমায়ার ৩৯, মঈন ৩০*; স্ট্যানলেক ৩/২১

ফল: গায়ানা ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শিমরন হেটমায়ার

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার