হোম > খেলা

মুশফিক-রিয়াদকে সরে যাওয়ার পরামর্শ কার্তিকের

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে রান পাচ্ছেন না মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তারা্। তার ওপর বয়স বেড়েছে তাদের। সব মিলিয়ে এ দুজনকে দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকটার দিনেশ কার্তিক।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো রান না করেই ফিরে যান মুশফিক। চোটের কারণে সে ম্যাচের একাদশে ছিলেন না রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ফিরলেও ব্যাট হাতে করেন ৪ রান। ম্যাচটিতে মুশফিকের ব্যাট থেকে আসে ২ রান। অনুমিতভাবেই চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ভরাডুবির দায় বর্তাচ্ছে তাদের ওপর।

কার্তিক বলেন, ‘মুশফিক ও রিয়াদের উচিত তরুণ ক্রিকেটারদের জায়গা করে দেওয়া। কেবলমাত্র দ্বিপাক্ষীক সিরিজ জেতার চেষ্টা করলেও তো আর হবে না। জাকের, তানজিদ, হৃদয়রা ভালো করছে। শান্তরা অভিজ্ঞ হয়ে গেছে। পরবর্তী টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে চাইলে ওদের গুরুত্ব দিতে হবে।’

কার্তিক আরও বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই মুশফিক ও রিয়াদ অবসর নেবে। কিন্তু ওরা সেটা করেনি। তারা খেলা চালিয়ে গেল। এই বিষয়টা আমাকে অবাক করেছে। আমি জানি না তারা আর কতদিন খেলা চালিয়ে যাবে। হয়তো আর কিছুদিন খেলবে।’

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা