হোম > খেলা

মুশফিক-রিয়াদকে সরে যাওয়ার পরামর্শ কার্তিকের

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে রান পাচ্ছেন না মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হচ্ছেন তারা্। তার ওপর বয়স বেড়েছে তাদের। সব মিলিয়ে এ দুজনকে দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকটার দিনেশ কার্তিক।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কোনো রান না করেই ফিরে যান মুশফিক। চোটের কারণে সে ম্যাচের একাদশে ছিলেন না রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে ফিরলেও ব্যাট হাতে করেন ৪ রান। ম্যাচটিতে মুশফিকের ব্যাট থেকে আসে ২ রান। অনুমিতভাবেই চ্যাম্পিয়নস ট্রফিতে দলের ভরাডুবির দায় বর্তাচ্ছে তাদের ওপর।

কার্তিক বলেন, ‘মুশফিক ও রিয়াদের উচিত তরুণ ক্রিকেটারদের জায়গা করে দেওয়া। কেবলমাত্র দ্বিপাক্ষীক সিরিজ জেতার চেষ্টা করলেও তো আর হবে না। জাকের, তানজিদ, হৃদয়রা ভালো করছে। শান্তরা অভিজ্ঞ হয়ে গেছে। পরবর্তী টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে চাইলে ওদের গুরুত্ব দিতে হবে।’

কার্তিক আরও বলেন, ‘আমি ভেবেছিলাম ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই মুশফিক ও রিয়াদ অবসর নেবে। কিন্তু ওরা সেটা করেনি। তারা খেলা চালিয়ে গেল। এই বিষয়টা আমাকে অবাক করেছে। আমি জানি না তারা আর কতদিন খেলা চালিয়ে যাবে। হয়তো আর কিছুদিন খেলবে।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই