হোম > খেলা

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

কলম্বো টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এর আগে কলম্বো টেস্ট শুরুর আগেই গুঞ্জন ওঠে, অধিনায়কত্ব ছেড়ে দিবেন। সে সময় অবশ্য কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি তিনি।

কলম্বোয় সকালে ইনিংস ও ৭৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে এই কথা জানান শান্ত। তিনি বলেন, ‘এটা পারসোনাল কোনোকিছু না। এটা টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। আমি মনে করি যে, এটাতে টিমের ভালো কিছু হবে।’

তিনি আরও যোগ করেন, ‘তিনটা ক্যাপ্টেন আমার মনে হয় যে দলের জন্য ডিফিকাল্ট হতে পারে। পুরোটা চিন্তা করে টিমের বেটারমেন্টের জন্য আমি সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড চিন্তা করে তিনটা ক্যাপ্টেন তারা রাখবে, তাহলে টোটালি তাদের ডিসিশন।’

মন খারাপ কিংবা রাগ থেকে এমন সিদ্ধান্ত নেননি বলেও সংবাদ সম্মেলনে জানান নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের শুরু থেকে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছিলেন। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। সেখানে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে না জানিয়েই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই গুঞ্জন ওঠে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন শান্ত।

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা