ইংলিশ প্রিমিয়ার লিগ
ওল্ড ট্রাফোর্ডে ১০ জনের দল নিয়েই খেলেছে এভারটন। কিন্তু তারপরও জয় হাতছাড়া করেনি সফরকারী ক্লাবটি। সোমবার রাতে উল্টো ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে এভারটন। ২৯ মিনিটে মিডফিল্ডার কিয়েরনান ডিউসবুরি-হল চোখধাঁধানো বাঁকানো শটে লিড এনে দেন এভারটনকে। শেষে এ গোলেই ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের মাঠ থেকে অবিশ্বাস্য এক জয় নিয়ে ঘরে ফিরেছে কোচ ডেভিড ময়েসের দল। তাতে নিজেদের মাঠে টানা পঞ্চম জয় থেকে বঞ্চিত হলো রেড ডেভিলরা। টানা দুই ড্রয়ের পর এবার হজম করল হারের তেতো স্বাদ।
সম্ভবত বল ক্লিয়ার করা নিয়ে লড়াইয়ের ১৩ মিনিটের মাথায় তর্কে জড়িয়ে পড়েন এভারটনের ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে ও সেন্টারব্যাক মাইকেল কিন। তাতে হঠাৎ করেই মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গুয়ে মেজাজ হারিয়ে কিনের মুখে চড় মেরে বসেন।
পরিস্থিতি আরো অবনতি হতে পারে। আরো খারাপ কিছু ঘটার আভাস পেয়েই গুয়ের সামনে শান্তির পতাকা উড়ান এভারটন গোলকিপার জর্ডান পিকফোর্ড! সতীর্থ গুয়েকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতেও দমেননি গুয়ে। সতীর্থ পিকফোর্ডের জার্সি টেনে ধরে দলের গোলবারের এ অতন্দ্র প্রহরীকেও কটু কথা শুনানো থেকে পিছপা হননি গুয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে মারামারি করে লাল কার্ড দেখা প্রথম খেলোয়াড় হলেন গুয়ে। এর আগে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৮ সালে। স্টোক সিটির সতীর্থ অ্যান্ডি গ্রিফিনকে চড় মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন রিকার্ডো ফুলের।
এ ম্যাচ দিয়ে সাবেক ক্লাব ইউনাইটেডের সঙ্গে পুনর্মিলন ঘটে কোচ ময়েসের। প্রতিপক্ষ দলের কোচ হিসেবে ওল্ড ট্রাফোর্ডে প্রথম জয়ের দেখা পেলেন ১৮ বারের চেষ্টায়। ২০১৩ সালের ডিসেম্বরের পর ম্যানইউয়ের মাঠে এই প্রথম জয় পেল এভারটন। ওই ম্যাচে অবশ্য ইউনাইটেডের ডাগ আউটে ছিলেন ময়েস।
দলের হারে যারপরনাই হতাশ ইউনাইটেড কোচ রুবেন আমোরিম, ‘আমরা এভাবে ম্যাচ জিততে পারব না। এ ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে আমি সত্যিই হতাশ। বিশেষ করে নিজেদের মাঠে।’