হোম > খেলা

ফেডারেশন কাপ ফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

অপেক্ষার পালা শেষ। আজ ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুদলের ফাইনাল ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে। ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে চলতি মৌসুমে দাপট দেখাতে পারছে না দলটি। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই তারা। ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংসকে হারিয়েই ফাইনালে ওঠে আবাহনী। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়ে ফাইনালের টিকিট কাটে কিংস। ২-১ গোলে হারায় রহমতগঞ্জকে। কঠিন পথ পাড়ি দিয়ে আসা কিংস ফাইনালের মঞ্চ রাঙাতে পারবে?

ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী-কিংসের জমজমাট লড়াই হয়েছে। এবার ফাইনাল ম্যাচটিও বাড়তি উত্তাপ ছড়াতে পারে। শিরোপা নির্ধারণী ম্যাচে জয়ের অভিন্ন লক্ষ্য আবাহনীর। দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, ‘ফাইনাল তো ফাইনালই। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন মাঠের খেলার অপেক্ষা। পুরো ৯০ মিনিট জয়ের লক্ষ্যই নিয়ে আমরা খেলব।’

বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ ফাইনালে জয় ছাড়া বিকল্প ভাবছেন না। তপু আমার দেশকে বলেন, ‘আমি মনে করি ফাইনাল ম্যাচ ফাইনালের মতোই হবে। এই ম্যাচের একটা ওজন আছে। বাড়তি চাপও থাকবে। যারা এই চাপটা সামলে জিততে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে।’

এ নিয়ে ফেডারেশন কাপে সর্বোচ্চ ১২ বার শিরোপা জিতেছে আবাহনী। এবার জিততে পারলে সংখ্যাটা হবে ১৩। বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে আত্মপ্রকাশের পর ৩ বার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে আবাহনী ও কিংস পরস্পরের বিপক্ষে ১৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে কিংস জিতেছে ১১টি; ৩টি ম্যাচে জিতেছে আবাহনী। বাকি ৪টি ড্র হয়েছে।

আজকের ফাইনালে কে হাসবে জয়ের হাসি?

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই