ক্রিশ্চিয়ানো রোনালদো যেন চিরসবুজ তরুণ। ৪০ পেরোনো এ ফুটবল সুপারস্টারকে দেখে এটা মনে হওয়াটাই স্বাভাবিক। যে বয়সে সবাই অবসর জীবনে চলে যান। সেই বয়সে সিআর সেভেন রেকর্ড ভেঙেই যাচ্ছেন। বুধবার রাতে আরেকটি রেকর্ড ভেঙেছেন রোনালদো। সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে ২-১ গোলে আল নাসরের জয়ের ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে রোনালদোই এখন আল নাসরের ইতিহাসে মধ্যে সর্বোচ্চ গোলদাতা। সৌদি ক্লাবটির জার্সি গায়ে রোনালদো গোল পেলেন ১১৬টি।
এর আগে আল নাসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন আব্দেরাজ্জাক হামদল্লাহ। ২০১৮-২০২১ সালে ১১৫ গোল করেছিলেন তিনি। তার এই রেকর্ডই এবার ভেঙে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সৌদি-বিদেশি মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হতে হলে আরো অনেকটা দূর যেতে হবে রোনালদোকে। এই তালিকায় রোনালদো রয়েছেন তৃতীয় স্থানে। তার ওপরে রয়েছেন সৌদি আরবের দুজন। ২৫৯ গোল নিয়ে শীর্ষে রয়েছেন মাজেদ আবদুল্লাহ। ১৩১ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মোহাম্মাদ আল-সাহলাওইর।
ম্যাচের ৫০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। এ গোলেই নতুন মাইলফলক স্পর্শ করেন রোনালদো। ১১৬ গোল করেছেন ১৩১ ম্যাচ খেলে। ম্যাচপ্রতি রোনালদোর গোল গড় ০.৮৯। আল নাসরের জার্সিতে রোনালদো মাঠে লড়াই করেছেন ১১ হাজার ৪৮৭ মিনিট। তার মানে প্রতি ৯৯ মিনিটে গড়ে একটি করে গোল পেয়েছেন। তাতে হ্যাটট্রিক পেয়েছে ৬টি। সঙ্গে আল নাসরের সতীর্থদের ২২টি গোলে অ্যাসিস্টও করেছেন রোনালদো।
বর্ণিল ক্যারিয়ারটা আরো একটু রাঙাতে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে চান রোনালদো। এ ম্যাচে রোনালদো দেখা পেয়েছেন ৯৬০তম গোল। কাঙ্ক্ষিত মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে অবস্থান করছেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখন পর্যন্ত রোনালদো পেয়েছেন ১৬ গোল।