হোম > খেলা

হামজার জোড়া গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

হামজা চৌধুরীর দর্শনীয় বাইসাইকেল কিক গোল

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে আজ একটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে বসে বাংলাদেশ। ২৯ মিনিটে নেপালের রোহিত চাঁদ গোল উপহার দেন। বিরতিতে যাওয়ার আগে অনেক চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। বিরতির পর প্রথম মিনিটেই সমতায় ফিরেছে বাংলাদেশ। গোল উপহার দিয়েছেন হামজা চৌধুরী। দুই মিনিট বাদে বাংলাদেশকে এবার পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছেন হামজা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামজার জোড়া গোলে নেপালের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

প্রীতি ম্যাচ হওয়ায় জাতীয় স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়নি। গ্যালারির বেশির ভাগ অংশ খালি পড়েছিল। অবশ্য ঘরের মাঠে খেলার শুরু থেকেই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। তবে প্রথম দিকে প্রত্যাশিতভাবে আক্রমণে যেতে পারেনি সোহেল রানা, ফাহিম, রাকিবরা। খেলার ৮ মিনিটে ক্রস থেকে বল পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি সোহেল রানা। ১৮ মিনিটে বাম দিক থেকে আক্রমণে যান ফাহিম। কিন্তু তার আক্রমণ ঠেকিয়ে দেয় নেপালের রক্ষণভাগ। কর্নারের সুযোগ পেলেও বাংলাদেশ সফল হতে পারেনি। এরপর ২৬ মিনিটে রাকিব ও ফাহিম বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন। কিন্তু দুজনে বোঝাপড়া ঠিকমতো হয়নি। এই যাত্রায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ২৮ মিনিটে বাম দিক থেকে আক্রমণে গেলেও রাকিব ঠিকমতো সতীর্থকে পাস দিতে পারেননি।

২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। বক্সের মধ্যে নেপালের ডিফেন্ডার সুমিত শ্রেষ্ঠ বক্সের মধ্যে বল মাইনাস করেন বক্সের বাইরে থাকা রোহিতের কাছে। এই ডিফেন্ডার মাটি কামড়ানো শটে গোল করেন। গোল হজমের পরের মিনিটে বাংলাদেশ আক্রমণে গেলেও গোল পেতে ব্যর্থ হয়েছে। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত থাকে নেপালের ডিফেন্ডাররা। কিন্তু ব্যর্থ হয় বাংলাদেশের ফুটবলাররা। ৪৩ মিনিটে গোল মুখে সতীর্থের ক্রসে বল পেলেও জোড়ালো হেড নিতে পারেননি ফাহিম। সহজেই বল তালুবন্দি করেন নেপাল গোলরক্ষক কিরন কুমার লিম্বু। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের প্রথমার্ধে ফাহিমের আড়াআড়ি শট নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বল চলে যায় জামাল ভূঁইয়ার কাছে। তার বাড়ানো বলে বাইসাইকেল কিকে প্রতিপক্ষের জাল কাঁপান লাল-সবুজের প্রতিনিধিদের প্রাণভোমরা হামজা। ৪৮ মিনিটে রাকিব হোসেন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে নির্ভুল নিশানায় লক্ষ্য ভেদ করেন হামজা।

নেপালের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াকে একাদশে রাখলেও কানাডা প্রবাসী শমিত সোমকে রাখেননি স্প্যানিশ কোচ। অতীতে অনেক ভুল করলেও গোলরক্ষক মিতুল মারমাতেই আস্থা রাখেন কোচ কাবরেরা।

দুই পদক জিতে মিশন শেষ করল বাংলাদেশ

হামজা ম্যাজিকের পরও জয় বঞ্চিত বাংলাদেশ

পরিবারের ‘আশার আলো’, বাংলাদেশের ‘রৌপ্য কন্যা’

পাঁচশর মাইলফলকে তাইজুল

অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা এনএসসির

সিলেটে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

আফসোসের মধ্যেও জয় খুঁজে নিয়েছে খুশি

হামজাকে নিয়েই নামছে বাংলাদেশ

হকিতে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

বাংলাদেশের ইনিংস ঘোষণা, লিড ৩০১