একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা কে? এ নিয়ে বিতর্ক হতেই পারে। একেকজন হয়তো একেকজনের নাম বলবেন। তবে স্টিভ ওয়াহ কোনো বিতর্কে যেতে চান না। বিতর্কের অবসান ঘটাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক বেছে নিয়েছেন একজনকেই। তার দৃষ্টিতে বিরাট কোহলি সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়।
চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৪৮ রানে হার মেনেছে অস্ট্রেলিয়া। গোল্ড কোস্টের কারারা ওভালে ছিলেন স্টিভ ওয়াহ। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতে এই ভেন্যুতে খেলোয়াড় হিসেবে দেখতে চেয়েছিলেন এ অজি কিংবদন্তি। তিনি বলেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই সর্বকালের গ্রেট খেলোয়াড়। কোহলি সম্ভবত সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড়। সবাই সব জায়গায় তাদের খেলা দেখতে চায়। গোল্ড কোস্টের মানুষও তাদের খেলা উপভোগ করলে আনন্দ পেত, কিন্তু তাদের পক্ষে সব ম্যাচ খেলা সম্ভব নয়।’
অস্ট্রেলিয়া সফরের প্রথম দুই ওয়ানডেতে ডাক মারেন কোহলি। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়ান রোহিত ও কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ের ম্যাচে রোহিত উপহার দেন ১২১ রানের চমৎকার এক ইনিংস। আর কোহলি খেলেন ৭৪ রানের দুর্দান্ত ইনিংস।
ওয়ানডেতে রেকর্ড ৫১ সেঞ্চুরির মালিক এখন কোহলি। জাদুকরী তিন অঙ্ক হাঁকিয়ে বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির মাইলফলক। এক দিনের ক্রিকেটে রানে কোহলির সামনে এখন রয়েছেন শুধু শচীন। ৪৫২ ইনিংস ব্যাট করে শচীনের সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। আর কোহলি ২৯৩ ইনিংসে নিজের নামের পাশে যোগ করেছেন ১৪ হাজার ২৫৫ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডেতে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন কোহলি।