যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পূর্বাচলে ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করবে সরকার।
বৃহস্পতিবার বিকালে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দিন যত যাচ্ছে আমরা ফুটবলে মান বৃদ্ধি করতে সক্ষম হচ্ছি। তিনি বলেন, স্টেডিয়ামের জন্য পূর্বাচলে ১০০ একর জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এটা নিয়ে কাজ চলমান আছে।
অনুষ্ঠানে ভোলা, নড়াইল, রংপুর, ফরিদপুর, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, মৌলভীবাজার ও মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়ালি উপস্থিতিতে মিনি স্টেডিয়ামের- নাম ফলক উদ্বোধন করা হয়।