হোম > খেলা

অবৈধ বেটিং বিতর্কে ডি মারিয়া

অভিযোগ অস্বীকার আর্জেন্টাইন তারকার

স্পোর্টস ডেস্ক

অ্যাঞ্জেল ডি মারিয়া

মাঠের লড়াইয়ে ঝলক দেখানোই অ্যাঞ্জেল ডি মারিয়ার কাজ। ক্লাব কিংবা জাতীয় দল- তার ফুটবল ম্যাজিকে বিমোহিত হন ভক্ত-অনুরাগীরা। দুর্দান্ত সব পারফরম্যান্সের কারণেই এতদিন খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন এ তারকা প্লেমেকার। ডি মারিয়া এবার খবরের শিরোনামে উঠে এসেছেন বিতর্কে জড়িয়ে।


ইতালিয়ান সেরি এ’তে অবৈধ বেটিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে ডি মারিয়ার বিরুদ্ধে। এ অভিযোগ নিয়ে চলছে এখন তদন্ত। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এ সুপারস্টারের সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। তাদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন সাবেক ও বর্তমান আরো ১০ জন ফুটবলার।

তবে ডি মারিয়া ও পারেদেস- দুজনেই অবৈধ বেটিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বেনফিকার তারকা ফুটবলার ডি মারিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদনগুলোর পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি।’ রোমার ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেসও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিযোগ উড়িয়ে দিয়ে লেখেন, ‘সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করতে চাই, আমি কখনো কোনো ধরনের অবৈধ বেটিং করিনি এবং এর সঙ্গে নিজেকে জড়াইনি।’


গত বছর বেটিংয়ে সংশ্লিষ্ট থাকার অপরাধে শাস্তি পেয়েছেন সান্দ্রো তোনাল্লি ও নিকোলো ফাগিওলি নামের দুই ফুটবলার। তাদের ফোন থেকে অ্যাথলেটদের অবৈধ বেটিংয়ের একটি নেটওয়ার্কের সন্ধান মিলেছে। তারা নিয়মের বাইরে বিভিন্নভাবে নিয়মিতই বেটিং করেছেন। ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেওয়া সেরা দিয়েছে এমন খবর।

তোনাল্লি এসি মিলানে খেলতেন মিডফিল্ডার হিসেবে। এখন খেলেন নিউক্যাসল ইউনাইটেডের জার্সি গায়ে। বেটিংয়ে নিজের আসক্তির কথা স্বীকার করে ২৪ বছরের এ ফুটবলার নিষিদ্ধ হন ১০ মাসের জন্য। আর জুভেন্টাস থেকে ফাগিওলি ধারে গেছেন ফিওরেন্তিনায়। বেটিংয়ে সংশ্লিষ্টতার অপরাধে গত বছর সাত মাস নিষিদ্ধ হন ফাগিওলি। জুভেন্টাসে ডি মারিয়া ও পারেদেসের সতীর্থ ছিলেন তিনি। এ কারণেই বিতর্কে জড়িয়েছে দুজনের নাম।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার