হোম > খেলা

তিনবার পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ফাইনালটা হলো মনে রাখার মতো। তিনবার পিছিয়ে পড়েও কলম্বিয়ার সঙ্গে ৪-৪ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ করে ব্রাজিলের মেয়েরা। এরপর টাইব্রেকারেও হয়েছে নাটকীয়তা। এমন থ্রিলার ম্যাচে শেষ হাসি হেসেছে ব্রাজিল। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকার শিরোপা ঘরে তুললো ব্রাজিল।

প্রতিযোগিতায় এটা ব্রাজিলের নবম শিরোপা। আগের নয় আসরের মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয়েছে জায়ান্টরা। মাঝে ২০০৬ সালের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। অন্যদিকে শেষ ৫ আসরের মধ্যে চারবারই ফাইনালে কলম্বিয়াকে হারাল সেলেসাও মেয়েরা।

ইকুয়েডরের রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে যোগ করা সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত ৩-২ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। পরের মিনিটে জালে বল জড়িয়ে দলকে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার মার্তা।

৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে এগিয়ে যায় ব্রাজিল। ১০৫ মিনিটে মার্তা ফের জালের দেখা পেলে স্কোরলাইন ৪-৩ হয়। সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি ব্রাজিলের। ১০ মিনিট পর কলম্বিয়াকে সমতায় ফেরান লেইসি সান্তোস। অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে প্রথম ৫ শট থেকে তিনটি করে গোল করে ব্রাজিল ও কলম্বিয়া। এরপর ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে দুটি শটেই বাজিমাত করে ব্রাজিল। কিন্তু কলম্বিয়ার হয়ে জোরেলিন কারাবালি শেষ শটে গোল করতে ব্যর্থ হলে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিলের ফুটবলাররা।

গুরুত্বপূর্ণ লড়াইয়ে বার্সা-লিভারপুল-বায়ার্ন

টিভির পর্দায় ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা