অস্ট্রেলিয়ান ওপেন
সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন ২০২৩ সালে। তবে ২৪তম মেজর ট্রফি জিতে সন্তুষ্ট হতে পারছেন না নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে চান এ সার্বিয়ান সুপারস্টার। লক্ষ্যটা সামনে রেখে এবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লড়াইয়ে নেমেছেন জোকোভিচ।
নয়া মিশনকে সামনে রেখে রড লেভার অ্যারেনায় ৩৮ বছরের এ মেগাস্টারের শুরুটাও হলো দারুণ। উতরে গেছেন মেলবোর্নের এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের বাধা। স্পেনের পেদ্রো মার্টিনেজকে হারিয়ে জোকোভিচ পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে মেয়েদের এককে প্রথম রাউন্ডের বৈতরণী পেরিয়ে গেছেন ইগা সোয়াটেকও।
তবে জোকোভিচ শুরু থেকেই দাপট দেখাতে থাকেন। স্প্যানিশ প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দেন। ছিনিয়ে নেন অনায়াস জয়। সরাসরি সেটে ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে ধসিয়ে দিয়েছেন মার্টিনেজকে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচের সঙ্গী হয়েছেন দানিল মেদভেদেভ। এ রুশ তারকা ৭-৫, ৬-২ ও ৭-৬ (৭-২) গেমে হারিয়েছেন নেদারল্যান্ডসের জেসপার ডি জংকে।
মেলবোর্নের টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন ক্যাসপার রুডও। নরওয়ের এ তারকা খেলোয়াড় ৬-১, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন ইতালির মাত্তিয়া বেল্লুচ্চিকে। ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ৬-০, ৬-০ ও ৭-৬ (৭-৩) গেমে বিধ্বস্ত করেছেন জার্মানির ড্যানিয়েল আল্টমাইয়েরকে। তবে স্তান ওয়ারিঙ্কাকে জেতার জন্য করতে হয়েছে কঠিন লড়াই। সুইস তারকা ৫-৭, ৬-৩, ৬-৪ ও ৭-৬ (৭-৪) গেমে ধরাশায়ী করেছেন সার্বিয়ার লাসলো ডিজেরেকে।
নারী এককে পোলিশ তারকা সোয়াটেক ৭-৬ (৭-৫) ও ৬-৩ গেমে হারিয়েছেন চীনের ইউ ইউয়ানকে। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা কোকো গাউফ ৬-২ ও ৬-৩ গেমে জিতেছেন উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে। আর গাউফের স্বদেশি জেসিকা পেগুলা ৬-২ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া জাখারোভাকে।