বার্সেলোনার অনেক ইতিহাস ও অর্জনের সাক্ষী লিওনেল মেসি। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায় মেসির। এবার মেসিকে সম্মান জানানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিচ্ছে বার্সা।
বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা জানান, বার্সার ঘর ক্যাম্প ন্যুর সামনে বসবে মেসির ভাস্কর্য। ক্যাম্প ন্যুর সামনে বর্তমানে বার্সার সাবেক দুই কিংবদন্তি ক্রুইফ ও কুবালার ভাস্কর্যের পাশে বসবে মেসির প্রতিমূর্তি।