৩-০-৩৩-২
কিপ্টেমি বোলিংয়ে অভিষেক রাঙিয়েছিলেন। ৩ ওভারে খরচ করেছিলেন মাত্র ১৮ রান। স্পিন ভেলকি দেখিয়েও রিশাদ হোসেন ছিলেন উইকেটশূন্য। তবে তার দল হোবার্ট হারিকেনস মাঠ ছেড়েছিল জয় নিয়ে। নিজের নতুন মিশনের শুরুতে দুর্দান্ত বোলিংয়ে হোবার্টের জয়ে রেখেছিলেন অগ্রণী ভূমিকা।
বিগ ব্যাশে আজ বৃহস্পতিবারও রিশাদ বল হাতে উপহার দিয়েছেন দাপুটে পারফরম্যান্স। ৩ ওভারে ৩৩ রান খরচ করে শিকার করেছেন ২ উইকেট। প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস যে দুটি উইকেট হারিয়েছে, তা গেছে বাংলাদেশের এ তারকা বোলারের পকেটে। বল হাতে নিয়েছিলেন রিশাদের আরো পাঁচ সতীর্থ। কিন্তু তারা কেউই উইকেটের দেখা পাননি। তবে এবার তার দল হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
মেলবোর্নে ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নেন রিশাদ। শুরু থেকেই ঘূর্ণি জাদু দেখাতে থাকেন। প্রথম দুই বলে দেন দুটি সিঙ্গেল। তৃতীয় বলেই তার ছোঁড়া স্পিন বিষে নীল হয়ে সাজঘরে ফেরেন টমাস রজার্স। ১৮ বলে ৬ বাউন্ডারিতে দলীয় স্কোরে ৩০ রান যোগ করেন মেলবোর্ন স্টারসের এ উদ্বোধনী ব্যাটসম্যান। পরের বলে ডট দিয়ে শেষ দুই বলে দেন দুটি সিঙ্গেল। তাতে প্রথম ওভার শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ১-০-৪-১। মাত্র ৪ রান দিয়ে ফেলে দেন প্রতিপক্ষের ১ উইকেট।
নিজের দ্বিতীয় ওভারটি রিশাদ শুরু করেন ডট দিয়ে। পরের বলে দেন সিঙ্গেল। ওভারের তৃতীয় বলে মঞ্চস্থ করেন সেই একই চিত্রনাট্য। প্রথম ওভারের তৃতীয় বলেই রিশাদ খুলেছিলেন উইকেটের খাতা। এবার তুলে নেন আরেকটি উইকেট। বিদায় করেন আরেক ওপেনার জো ক্লার্ককে। ২০ বলে ২ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২০ রান। মিতব্যয়ী বোলিংয়ে ৭ বলের ব্যবধানে ৫ রান দিয়ে নেন দুই উইকেট। ইনিংসের অষ্টম ওভারের শেষের তিন বলে অবশ্য খানিকটা খরুচে ছিলেন রিশাদ। খরচ করে ফেলেন ৪+৩+২=৯ রান। দ্বিতীয় ওভার শেষে রিশাদের বোলিং ফিগার দাঁড়ায় ২-০-১৪-২।
নিজের তৃতীয় ওভারেও ফের কিপ্টেমি বোলিং শুরু করেন রিশাদ। প্রথম বলে দুই রান দিলেও পরের দুই বলে দেন দুটি সিঙ্গেল। এরপরই বোলিংয়ের দারুণ ছন্দটা হারিয়ে ফেলেন। দিয়ে ফেলেন একটি ওয়াইড। ইনিংসের দশম ওভারের শেষ তিন বলে একটু বেশি খরচ করে ফেলেন। দিয়ে ফেলেন ৪+৬+৪=১৪ রান। শেষে রিশাদের বোলিং ফিগার দাঁড়ায় ৩-০-৩৩-২।
শুরুতে ব্যাট হাতে নেমে বেন ম্যাকডরমটের ফিফটিতে (৬৯) ৯ উইকেট হারিয়ে ১৫৮ রানের পুঁজি গড়ে হোবার্টস। রিশাদ অপরাজিত থেকে যান ৫ রানে। জবাবে ২৪ বল হাতে রেখেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে মেলবোর্ন।