হোম > খেলা

রোহিতের পর এবার টেস্ট ছাড়ছেন কোহলি!

স্পোর্টস ডেস্ক

শচিন টেন্ডুলকার পরবর্তী যুগে ভারতীয় দলের ব্যাটিং লাইনের মূল দায়িত্ব এসে পড়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপর। দুজনে এই দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলেছেন। বাইশ গজে অভিজ্ঞতা ও কাছাকাছি মানের পারফরম্যান্স ছাড়াও দুজনের মধ্যে আরো বেশকিছু মিলও খুঁজে পাওয়া যায়। এই যেমন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তারা এই সংস্করণ থেকে অবসর নেন। এবার একই সঙ্গে না হলেও দুই তারকা ক্রিকেটারের টেস্ট ছাড়ার সময়টাও কাছাকাছি হতে পারে।

গত ৭ মে টেস্ট থেকে অবসর নেন রোহিত। তার পথে হেঁটে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ছেন কোহলি, এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো প্রচারমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে নিজের ইচ্ছার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগেই অবসরের ঘোষণা দিতে চান সাবেক অধিনায়ক। বোর্ডের সূত্র জানিয়েছে, কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে বিসিসিআই।

সূত্রের বরাতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘টেস্ট থেকে অবসর নেবেন, কোহলি এটা ঠিক করে ফেলেছেন। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি বিষয়টি জানিয়েছেন। বিষয়টি পুনরায় ভাবার জন্য কোহলিকে অনুরোধ করা হয়েছে। কারণ ইংল্যান্ড সফরটি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও কোহলি এখনো সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কিছু জানায়নি।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির পর থেকেই টেস্ট থেকে অবসরের কথা ভাবছেন কোহলি। ওই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরির দেখা পান এই ব্যাটার। যদিও বাকি ম্যাচগুলোকে ছিলেন নিজের ছায়া হয়ে। অফফর্মে থাকলেও অভিজ্ঞতার বিষয়টি মাথায় রেখে কোহলিকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে খুব করে চাইছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কোহলি শেষ পর্যন্ত বিসিসিআইয়ের কথা রাখেন কি না সেটাই এখন দেখার বিষয়।

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার

স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ছক্কা

ডি ককের রেকর্ডময় সেঞ্চুরিতে সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু ১ ফেব্রুয়ারি

টিভির পর্দায় নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচসহ আরও যত খেলা

সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত সাফ ফুটসালজয়ীরা