হোম > খেলা

কেইনের হ্যাটট্রিকে দুরন্ত বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

হ্যারি কেইন

দারুণ ছন্দে রয়েছেন হ্যারি কেইন। গোলের পর গোল করে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড। ব্যাপারটি এখন এমন- যেন গোল করা তার কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। হ্যাটট্রিক করাটাও যেন তার জন্য অনেক সহজ। ফের প্রমাণ দিলেন, মাঠে নামলেই পেয়ে যান গোলের দেখা। শুধুই কি গোল! দাপুটে ফর্মে থাকা কেইন উপহার দিলেন আরেকটি অসাধারণ হ্যাটট্রিকও। তার দ্যুতি ছড়ানোর ম্যাচে হোফেনহেইমকে ধসিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৪-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছে বায়ার্ন। হ্যাটট্রিকম্যান কেইনের সঙ্গে জার্মান লিগ চ্যাম্পিয়নদের জার্সি গায়ে অন্য গোলটি এনে দেন সের্গে জিনাব্রি।

নতুন মৌসুম শুরু হলো সবে। এরই মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়ে গেছেন কেইন। সামনে হ্যাটট্রিক করার জন্য পাবেন আরো অনেক সুযোগ। জার্মান লিগে দলের প্রথম ম্যাচেই তিন গোল দিয়েছেন। এ মৌসুমের প্রথম হ্যাটট্রিক পাওয়া ম্যাচে প্রতিপক্ষ ছিল লাইপজিগ। গত ২২ আগস্টের সেই ম্যাচে বায়ার্ন পেয়েছিল ৬-০ গোলের উড়ন্ত জয়।

কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। এখন পর্যন্ত দলটির জন্য সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে দশম হ্যাটট্রিক উপহার দিলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক। বায়ার্নের জার্সিতে ১০৩ ম্যাচে কেইন পেলেন ৯৮ গোল। লিগে নিজেদের আগের ম্যাচেও জোড়া গোল এনে দিয়েছিলেন কেইন। শনিবার রাতে প্রথম গোলের দেখা পান লড়াইয়ের ৪৪ মিনিটে। কেইন পরের দুটি গোল করেন পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে (৪৮ ও ৭৭ মিনিটে)। ম্যাচের ৮২ মিনিটে একটি গোল শোধ করে হোফেনহেইম। ইনজুরি টাইমের নবম মিনিটে জিনাব্রি জালে বল জড়ালে বড় জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। আর ইতালিয়ান সেরি এতে ক্রিস্টিয়ান পিউলিসিকের জোড়া গোলে এসি মিলান ৩-০ ব্যবধানে হারিয়েছে উদিনেসকে। তবে জুভেন্টাস ১-১ গোলে হোঁচট খেয়েছে হেল্লাস ভেরোনার মাঠে।

সুইজারল্যান্ডের চ্যালেঞ্জে কানাডা-কাতার

ক্লাব-বোর্ড দ্বন্দ্বে ‘খুন’ হচ্ছে ক্রিকেট!

টিভির পর্দায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই

ফিফার বর্ষসেরা খেলোয়াড়ও উসমান দেম্বেলে

৮ গোলের থ্রিলারে ম্যানইউয়ের হোঁচট

রানাতুঙ্গার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা