হোম > খেলা

হ্যাটট্রিক জয় পেল বাংলাদেশ

নারী বিশ্বকাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ৮৩*

রেকর্ড সংগ্রহে জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা আক্তার ও শারমিন আক্তার। তবে বাংলাদেশের ত্রয়ী তারকার ব্যাটিং ঝলকের জবাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্লাটারও। দুজনের ব্যাটিং দৃঢ়তায় জয়ের স্বপ্নও বুঁনেছিল স্কটল্যান্ড। তাতে দেশের মেয়েদের সামনে যেন একটু একটু করে উঁকি দিচ্ছিল হারের শঙ্কা। তবে নাহিদা আক্তারের ঘূর্ণি জাদুতে সেই শঙ্কা উড়িয়ে শেষ হাসি হাসে বাংলাদেশের মেয়েরা। স্কটিশ কন্যাদের ৩৪ রানে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর এ নিয়ে নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে নারী বিশ্বকাপের খুব কাছে চলে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দুই ম্যাচ (পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) থেকে আর একটি জয় পেলেই বিশ্বকাপের টিকিট কাটবে অধিনায়ক জ্যোতির দল।

শুরুটা মোটেই ভালো ছিল না স্কটল্যান্ডের। দলীয় ৩১ রানে হারিয়েছিল তারা ৩ উইকেট। পরে ১০২ রানে খুইয়ে ফেলে আরও ৩ উইকেট। প্রিয়ানাজ ৬৩ বলে ৭ বাউন্ডারিতে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে ফেরেন সাজঘরে। তবে ৭৩ বলে ৫ চারে ৬১* রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান রাচেল স্লাটার। শেষ দিকে অষ্টম উইকেটে দুজনে মিলে ১২৪ বলে ১১৫ রানের পার্টনারশিপ গড়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশ শিবিরে। কিন্তু তারপরও ৯ উইকেটের বিনিময়ে ২৪২ রানে থেমে যায় স্কটিশদের ব্যাটিং অভিযাত্রা। নাহিদা আক্তার শিকার করেন ৪ উইকেট।

থাইল্যান্ডের বিপক্ষে স্কোরবোর্ডে ২৭১ রান তুলেছিল বাংলাদেশ। সে রেকর্ড এক সপ্তাহও টিকল না। স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৬ রান তোলে নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড কোং। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জেতা বাংলাদেশের শুরুটা ছিল সাদামাটা। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তারকে (৫৭) সঙ্গে নিয়ে ১০৩ রানের জুটি গড়েন ফারজানা (৫৭)। আর মারকুটে ব্যাটিংয়ে জ্যোতি এনে দেন মূল্যবান ৬১ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৬/৬, ৫০ ওভার (জ্যোতি ৮৩*, ফারজানা ৫৭, শারমিন ৫৭; ব্রাইস ২/৫৩)।

স্কটল্যান্ড: ২৪২/৯, ৫০ ওভার (সারাহ ব্রাইস ৪২, প্রিয়ানাজ ৬১, স্ল্যাটার ৬১*; নাহিদা ৪/৪০ ও জান্নাতুল ২/৪৩)।

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।

ম্যাচসেরা: নিগার সুলতানা জ্যোতি।

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

রাজনীতি শুধু ক্রিকেট নয় মানবতার জন্যও ক্ষতিকর

পাকিস্তানি বংশোদ্ভূত সাফিয়ানের ভিসার জন্য আইসিসির দ্বারস্থ স্কটল্যান্ড

ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট ট্রায়াল

আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাস

নারী লিগে ঋতুদের গোল উৎসব

হামজাদের প্রতিপক্ষ ভিয়েতনাম

বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

টিভিতে দেখবেন অস্ট্রেলিয়ান ওপেনের খেলা

বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দেয়নি আইসিসি