হোম > খেলা

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের এবারের আসর শুরুর আগে চট্টগ্রাম রয়্যালস কতদূর যেতে পারবে তা নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত এই দলটাই সবার আগে নিশ্চিত করেছে বিপিএলের এবারের আসরের ফাইনাল। এ নিয়ে টানা দ্বিতীয়বার চট্টগ্রামের কোন ফ্রাঞ্চাইজি খেলবে বিপিএলের ফাইনাল। সেই ফাইনালে ওঠার পথে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। লো স্কোরিং ম্যাচে রাজশাহীর ছুঁড়ে দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই স্পর্শ করে চট্টগ্রাম।

মালিকানা ছেড়ে দিয়ে দল চালাতে অপরাগতা প্রকাশ করে চট্টগ্রামের মালিকপক্ষ। এর আগে দলের কোচিং প্যানেল ও নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদের নাম দেখে শঙ্কা জাগে, এই দলের ভবিষ্যত খুব একটা ভালো হতে যাচ্ছে না। তবে টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকপক্ষ মালিকানা ছেড়ে দিলে বিসিবি বুঝে নেয় দায়িত্বভার। এরপরেই বদলে যায় চট্টগ্রামের চেহারা। শুধু তাই নয়, রবিন লিগ রাউন্ড পর্বের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালেও প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে।

প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী ওয়ারিয়র্স। ধীর গতির উইকেটে রাজশাহীর দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান ব্যাট হাতে এনে দেন দারুণ শুরু। তবে ৩০ রানের মাথায় এই জুটি ভাঙার পর আর বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। ফারহান ১৯ বলে ২১ ও তানজিদের ৩৭ বলে করেন ৪১ রান। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন ১৫ বলে করেন ৩২ রান। চট্টগ্রামের হয়ে অধিনায়ক শেখ মাহেদি ২০ রানে নেন দুই উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ১৬ রানে নেন ১ উইকেট।

জবাবে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম রয়্যালস। দলীয় সর্বোচ্চ ৪৫ রান আসে দলটির ওপেনার মির্জা বেগের ব্যাটে। এছাড়া মোহাম্মদ নাঈম ৩৮ বলে করেন ৩০ রান। হাসান নাওয়াজ ১৪ বলে ২০ রান করে দলকে খানিকটা এগিয়ে দেন জয়ের পথে। শেষ দিকে অধিনায়ক শেখ মাহেদির ৯ বলে ১৯ রানের ঝড় সহজ করে দেয় চট্টগ্রামের জয়। রাজশাহীর হয়ে আব্দুল গাফফার সাকলাইন ২০ রানে নেন দুই উইকেট। ব্যাট-বলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছে চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স: ১৩৩/১০, ২০ ওভার (তানজিদ ৪১, সাকলাইন ৩২, মাহেদি ২/২০)।

চট্টগ্রাম রয়্যালস: ১৩৪/৪, ১৯.৩ ওভার (মির্জা ৪৫, নাঈম ৩০, সাকলাইন ২/২০)।

ফল: চট্টগ্রাম রয়্যালস ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: শেখ মাহেদি।

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান

স্বর্ণার নৈপুণ্যে পাপুয়া নিউ গিনিকে হারাল বাংলাদেশ