হোম > খেলা

‘ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি, ক্রিকেটটা দেখছি না’

স্পোর্টস রিপোর্টার

রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে সেই আলোচনার চেয়ে এখন বেশি কথা হচ্ছে ভবিষ্যত সভাপতি নিয়ে। সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। এখন দেশের ক্রিকেটে সব আলোচনা ফারুক-বুলবুলকে নিয়ে। এরমধ্যেই জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বললেন, ‘ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি, ক্রিকেটটা দেখছি না।’

ব্যক্তিগত কাজে আপাতত পাকিস্তানে আছেন বাংলাদেশ দল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি নিয়ে কথা বলেন তিনি। তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কার কী সভাপতি হবে, এগুলোতে আমার বলাতে, না বলাতে কোনো কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করবো, যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট তার চার্মটা হারাচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘জিনিসটা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমরা ভুগছি। কারণ আমরা কোনো সময় এটা মেনে নেই না। ভুগছেন মানে কী শুধু জাতীয় দল ভালো খেলছে না, তা না। পুরো ক্রিকেটীয় দিক থেকে, প্রতিটা জায়গায় আমরা ভুগছি। এ জিনিসটাকে মেনে নিয়ে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ভালোর দিকে আগাতে হবে এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি, ক্রিকেটটা দেখছি না।’

দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পরামর্শও ছিল তার কণ্ঠে। এই নিয়ে তামিম বলেন, ‘আমার পরামর্শ হচ্ছে আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন। কে প্রেসিডেন্ট হবে, কাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রিকেট উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটা নিয়ে আমাদের কারও কোনো ভাবনা নাই।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা