চ্যাম্পিয়নস লিগ
খেলা ছিল এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে। যেটা কিনা এখন বার্সেলোনার ঘরের মাঠ। আর কাতালানদের প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। ম্যাচ হবে একপেশে। এটাই ছিল সবার অনুমান। বাস্তবে হলেও তাই। দুরন্ত হ্যাটট্রিক উপহার দিলেন ফারমিন লোপেজ। তার সঙ্গে জোড়া গোল এনে দিলেন মার্কাস রাশফোর্ড। গোলের দেখা পেলেন চোট কাটিয়ে ফেরা লামিনে ইয়ামালও। তাতে নিজেদের মাঠে গোল উৎসব করল বার্সা। কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা ৬-১ গোলে বিধ্বস্ত করল গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে।
এ ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরল রবার্ট লেওয়ানডোভস্কি-রাফিনহারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এ টুর্নামেন্টে নিজেদের আগের ম্যাচেই পিএসজির কাছে হার মেনেছিল বার্সা। আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ এক প্রেরণাই যুগিয়ে ফেলল কাতালুনিয়ার জায়ান্ট ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন লোপেজ। প্রথম গোলটি আসে ম্যাচের সাত মিনিটের মাথায়। বিরতির পরপরই পেনাল্টি থেকে একটি গোল শোধ করে অতিথি অলিম্পিয়াকোস। পরে হ্যাটট্রিক পূর্ণ করেন লোপেজ। ডাবল গোল পেয়ে যান ইংলিশ তারকা প্লেমেকার রাশফোর্ড। মাঝে লাল কার্ড দেখে শক্তি কমিয়ে ফেলে সফরকারী অলিম্পিয়াকোস। পেনাল্টি থেকে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ইয়ামালও।