ওয়ানডে সিরিজ
ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা যায়নি। এক ম্যাচের জন্য দারুণ সুযোগটা মিস করে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু এবার ওয়ানডেতে সুযোগটা আর মিস করেনি কিউইরা। দুর্দান্ত জয়ে ক্যারিবীয়দের ধবলধোলাই করেছে ব্ল্যাক ক্যাপস শিবির। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিচেল স্যান্টনাররা জিতেছে ৪ উইকেটে। দুর্বার জয়টা এসেছে ১১৭ বল হাতে রেখেই। টানা তিন জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।
সেডন পার্কে শুরুর দিকে উইন্ডিজের দাপুটে বোলিংয়ে অবশ্য চাপেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দলীয় ৩২ রানে ৩ উইকেট আর ৭০ রানে কিউইরা খুইয়ে ফেলেছিল ৪ উইকেট। তবে বিপদ কাটিয়ে দলের ব্যাটিং হাল ধরেন মার্ক চাপম্যান। তারকা এ ব্যাটসম্যান হাঁকান দারুণ এক ফিফটি। ৬৩ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় চাপম্যান উপহার দেন ৬৪ রানের চমৎকার এক ইনিংস। বাকি কাজটা সারেন মাইকেল ব্রাসওয়েল। দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। অপরাজিত থেকে যান ৪০ রানে। ৩০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।
তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিজে টিকে ছিল ৩৬.২ ওভার পর্যন্ত। সব মিলিয়ে ১৬১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৩৮ রান এনে দেন রোস্টন চেজ। ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে আসে ২৬ রান। আর ২২ রানে অজেয় থেকে যান খারি পিয়েরে। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ম্যাট হেনরি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৬১/১০, ৩৬.২ ওভার (চেজ ৩৮, ক্যাম্পবেল ২৬; হেনরি ৪/৪৩, ডাফি ২/২৭ ও স্যান্টনার ২/২৭)।
নিউজিল্যান্ড: ১৬২/৬, ৩০.৩ ওভার (চাপম্যান ৬৪, ব্রাসওয়েল ৪০*; সিলস ২/৩৫ ও ফোর্ড ২/৪৬)।
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাট হেনরি।
সিরিজ সেরা: কাইল জেমিসন।