ইউরোপিয়ান ফুটবল
শনিবার যেন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের অঘটনের রাত। প্রথম অঘটনের জন্ম দেয় নটিংহ্যাম ফরেস্ট। প্রথমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে ক্রীড়াপ্রেমীদের অবাক করে দেয় পুঁচকে দলটি। পরে অঘটনের জন্ম দিয়েছে নিউক্যাসল। ক্লাবটি নিজেদের মাঠ সেন্ট জেমস পার্কে ২-১ গোলে ধরাশায়ী করেছে ম্যানচেস্টার সিটিকে। তবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গোল উৎসব করেছে আর্সেনাল। এবেরেচি এজের হ্যাটট্রিকে টটেনহ্যাম হটস্পারকে ৪-১ গোলে ধসিয়ে দিয়েছে গানাররা। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে লে হাভরেকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
নিজেদের ফুটবল ইতিহাসে নিউক্যাসলকে অবিস্মরণীয় এক জয় উপহার দিয়েছেন হারভে বার্নেস। দলের হয়ে দুটি গোলই করেছেন এ ইংলিশ উইঙ্গার। তার দুরন্ত পারফরম্যান্সে মূল্যবান তিনটি পয়েন্টই নিজেদের করে নিয়েছে নিউক্যাসল। বার্নেস স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাচের ৬৩ মিনিটে। পাঁচ মিনিট বাদে অবশ্য সমতায় ফেরে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। রুবেন দিয়াসের গোলে স্কোর লেভেল করে ম্যানচেস্টারের এ জায়ান্ট ক্লাবটি। কিন্তু লাভ হয়নি। সমতাটা তারা ধরে রাখতে পেরেছে সব মিলিয়ে দুই মিনিট। মিনিট দুয়েক বাদে ফের জ্বলে ওঠেন বার্নেস। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ নিয়ে টানা চার জয়ের পর হারের তেতো স্বাদ হজম করল সিটি।
ইংলিশ লিগে নিজেদের আগের ম্যাচে ঘরের মাঠ ইত্তিহাদে অতিথি লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল গার্দিওলার দল। জয়ের সেই ছন্দটা এবারও ধরে রাখতে চেয়েছিল সিটিজেনরা। কিন্তু নিউক্যাসলের দুর্বার প্রতিরোধে জয়ের ট্র্যাক থেকে ছিটকে গেছে জায়ান্ট ক্লাবটি।
তার আগে নটিংহ্যাম ফরেস্ট ৩-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। ম্যাচে দ্য রেড শিবির কোনো গোলের দেখাই পায়নি। ইংলিশ লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। দুরন্ত পারফরম্যান্সে স্বাগতিক বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে দ্য ব্লুজ শিবির। ম্যাচের ৩৭ মিনিটে অতিথি স্টামফোর্ড ব্রিজ শিবিরকে এগিয়ে দেন পেদ্রো নেতো। টার্ফ মুরে ম্যাচ শেষের বাঁশি বাজার দুই মিনিট আগে সফরকারীদের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। এ জয়ে ২৪ ঘণ্টার জন্য হলেও ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে কোচ এনজো মারেস্কার শিষ্যরা।