হোম > খেলা

‘মাহমুদউল্লাহ যেন ছুটি কাটাতে এসেছে’

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

মাহমুদউল্লাহ রিয়াদ

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের ফানুস উড়িয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, টানা দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তদের। ওয়ানডের এ বৈশ্বিক আসরে ভরাডুবির কারণে দেশের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের ফানুস উড়িয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য, টানা দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসেন শান্তদের। ওয়ানডের এ বৈশ্বিক আসরে ভরাডুবির কারণে দেশের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন।

ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় বর্ষীয়ান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদই শুধু সমালোচনার জোয়ারে ভাসছেন না। তাদের কেন দলে নেওয়া হয়েছে- এ জন্য নির্বাচকদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ। এ নিয়ে সমালোচনামুখর হয়েছেন দীনেশ কার্তিক বা ওয়াসিম জাফররা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন ওয়াসিম আকরামও।

ব্যাটিংয়ে সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাট হাতে তারকা অলরাউন্ডার থেকে গেছেন একবারেই নিষ্প্রভ। ১৪ বল খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৪ রান। মাইকেল ব্রেসওয়েলের বলে উড়িয়ে মারতে গিয়ে উইল ওরুর্কির তালুবন্দি হন।

ব্যাটিংয়ে ব্যর্থতার পর ফিল্ডিংয়েও একই গল্প লিখেছেন দ্যুতিহীন মাহমুদউল্লাহ। তার সমালোচনা করে ওয়াসিম আকরাম কোনোরকমের রাখঢাক না রেখেই বলেছেন, মাহমুদউল্লাহ যেন ছুটি কাটাতে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহর ফিল্ডিংয়ের ধরন নিয়ে পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’

সীমিত ওভারের ক্রিকেটের জন্য তরুণদের গড়ে তুলতে বলে মুশফিক আর মাহমুদউল্লাহকে টেস্টে মনোযোগী হতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য শিক্ষা। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে, যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করতে হবে। আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে, তবে লাল বলে খেলুক। সাদা বলের ক্রিকেটে ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের জন্য একটি দল তৈরি করতে হবে।’

ক্রিকেটারদের ধীরগতির ফিল্ডিং ও অলসতা দেখে হারের জন্য টাইগারদের অবশ্য হতভাগ্য বলতে নারাজ আকরাম। জিওহটস্টারের স্পোর্টস সেন্টারে আকরাম উল্টো প্রশ্ন করে বসেন, ‘আপনি কি তাদের হতভাগা বলতে চান?’

তবে নাহিদ রানার স্তুতি গেয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি পেসার। এই তরুণ তুর্কির গতির কাছে আত্মসমর্পণ করে স্লিপে কাটা পড়েন কেন উইলিয়ামসন। সে ব্যাপারটাই নজর কেড়েছে আকরামের, ‘আমি রানাকে প্রথমবার বল করতে দেখলাম। উইলিয়ামসনকে সে কীভাবে বল করেছে দেখুন। গতির দিকে তাকান, কীভাবে বল নিয়ে ছুটছে, বলের সুইং দেখুন। দুর্দান্ত! তার উদযাপনও আমার পছন্দ হয়েছে।’

বিজয় দিবসে মুশফিকুর-শরিফুলদের শুভেচ্ছা

৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই