হোম > খেলা

কর ফাঁকির অভিযোগে এক বছরের কারাদণ্ড আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক

স্পেনে কর ফাঁকির মামলায় কার্লো আনচেলত্তি ফেঁসে গেছেন আগেই। অভিযোগ অস্বীকার করে এসেছেন সব সময়। কিন্তু তবুও পার পেলেন না। এবার পেলেন শাস্তি। তা আবার স্পেন ছেড়ে ব্রাজিলে পাড়ি জমানোর পর। পুরোনো মামলাটিতে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের এক আদালত।

তবে ব্রাজিল কোচ আনচেলত্তিকে জেলে যেতে হচ্ছে না। কারণ স্পেনে অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডের শাস্তির ক্ষেত্রে কাউকে জেলে যেতে হয় না।

আনচেলত্তির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ দায়ের করা হয় ২০১৪ সালে; প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে। স্পেনের কর কার্যালয় জানায়, ২০১৪-২০১৫ সাল পর্যন্ত আনচেলত্তি ইমেজ-স্বত্ব বাবদ ১০ লাখ ইউরোর বেশি আয় করলেও কর দেননি।


গত বছরের মার্চে আনচেলত্তির ৪ বছর ৯ মাসের কারাদণ্ড চেয়ে আদালতের দ্বারস্থ হন স্পেনের সরকারি কৌঁসুলিরা। সঙ্গে তাকে ৩২ লাখ ইউরো জরিমানা করার আর্জিও জানান তারা। অভিযোগে বলা হয়, আনচেলত্তি শুধু ক্লাবে পাওয়া বেতন থেকে আয়ের কথা জানিয়েছেন। ট্যাক্স রিটার্নে ইমেজ-স্বত্ব থেকে আয়টা প্রদর্শন করেননি।

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

বিপিএল শেষ পারিশ্রমিক বাকি

শিরোপা নয়, খেলোয়াড়ের খোঁজে কোচ বাটলার

টিভির পর্দায় পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টিসহ আরও যত খেলা

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

শনিবার থেকে মাঠে গড়াবে এনডিইউবি ক্রিকেট লীগ

বুলবুলের নামে ফিক্সিং তদন্তের দাবি মিথ্যা : অ্যালেক্স মার্শাল

ফাইনালে আলকারাজের মুখোমুখি জোকোভিচ

ফের রিয়াল-বেনফিকা লড়াই, পিএসজির সামনে মোনাকো

বিশ্বকাপে দুই বাংলাদেশি আম্পায়ার