অস্ট্রেলিয়ান ওপেন
নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আগেই। কার্লোস আলকারাজও উতরে গেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম রাউন্ডের বাধা। এবার তাদের সঙ্গী হলেন জানিক সিনার। দ্বিতীয় বাছাই এ ইতালিয়ান তারকা প্রথম রাউন্ডের বৈতরণী পেরিয়ে গেছেন।
তবে ওয়াকওভার পেয়ে। অ্যাকিলেস টেন্ডনের চোটের কারণে ফরাসি প্রতিপক্ষ হুগো গ্যাস্টন আর খেলা চালিয়ে যেতে পারেননি। ইনজুরির বিরুদ্ধে লড়াইয়ে পেরে না উঠে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। তার আগেই অবশ্য সিনার ৬-২ ও ৬-১ গেমে এগিয়ে ছিলেন।
প্রথম রাউন্ডে জয় পেয়েছেন নাওমি ওসাকা। জাপানের এ তারকা ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার অ্যান্তোনিও রুজিচকে। যুক্তরাষ্ট্রের মেডিসন কিস ৭-৬ (৮-৬) ও ৬-১ গেমে ধরাশায়ী করেছেন ইউক্রেনের আলেকসান্দ্রা অলিনিকোভাকে। লাটভিয়ার জেলেনা অস্তাপেনকো ৬-৪ ও ৬-৪ গেমে জিতেছেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভার বিপক্ষে। আর সুইস তারকা বেলিন্দা বেনচিচ ৬-০ ও ৭-৫ গেমে হারিয়েছেন ব্রিটিশ তারকা কেটি বোল্টারকে।
জিতেছেন লরা সিগমুন্ডও। জার্মানির এ খেলোয়াড় ০-৬, ৭-৫ ও ৬-৪ গেমে পরাজিত করেছেন রাশিয়ার লিউডমিলা সামসনোভাকে। কাজাকিস্তানের এলিনা রাইবাকিনা ৬-৪ ও ৬-৩ গেমে হারান স্লোভেনিয়ার কাজা জুভানকে। আর চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ৭-৬ (৯-৭) ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টেফেন্সকে।