হোম > খেলা

উইকেট নয়, সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের

মনে করেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার

স্লো উইকেটের সাহায্য পেয়ে মিরপুরে দাপট দেখায় বাংলাদেশ- এমন অতীতে অনেকবার শুনতে হয়েছে দলটিকে। পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও আলোচনায় মিরপুরের উইকেট। ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখেই সালমানি আলি আগাদের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ চলাকালীন মিরপুরের উইকেট নিয়ে মুখ খুলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিরিজ জয়ের জন্য উইকেট নয়, বাংলাদেশ দলকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় ম্যাচে অতিথিদের ৮ রানে হারায় লিটন দাসের দল। এই জয়েই সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল (২৪ জুলাই) মুখোমুখি হবে দুই দল।

দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সাংবাদিকদের বুলবুল বলেন, ‘উইকেট তো দুই দলের জন্যই সমান ছিল। আমি বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে চাই। শ্রীলঙ্কা থেকে একরকম উইকেটে খেলে এসে পরের সপ্তাহে টানা দুই ম্যাচ জেতা সহজ কাজ না। এখানে উইকেট বড় ফ্যাক্টর না। আমি মনে করি ক্রিকেটাররা যেভাবে নিজেদের মানিয়ে নিয়েছে সেটা অবিশ্বাস্য।’

বিসিবি বস আরো বলেন, ‘ক্রিকেটারদের পরিশ্রম, আত্মবিশ্বাসের পাশাপাশি টিমের সাপোর্টিং স্টাফ এবং কোচরা যারা ছিলেন সবাই একসঙ্গে কাজ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে আসার পর যে আত্মবিশ্বাস ছিল সেটা তারা পরপর দুই ম্যাচেই ব্যবহার করেছে। আপনারা দেখেছেন দুই ম্যাচেই দল ভালো অবস্থায় ছিল না। সে অবস্থা থেকে বের হয়ে এসে ম্যাচ জেতা সহজ ছিল না। তাই পুরো কৃতিত্ব দলের।’

মেসি-কাণ্ডে অব্যাহতি চাইলেন কলকাতার ক্রীড়ামন্ত্রী

নারীদের বর্ষসেরা সাবালেঙ্কা

অবৈধ বোর্ড, পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি সংগঠকদের

সিরিজ ফয়সালার লড়াইয়ে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

যুব বিশ্বকাপের খেলা দেখবেন টিভিতে

১০ ম্যাচের মধ্যে হলো মোটে তিন ম্যাচ!

দুই বিমারে শেষ শাহিনের ওভার!

মেক্সিকো-দক্ষিণ কোরিয়ার ও দক্ষিণ আফ্রিকার লড়াই

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ

নেপালকে উড়িয়ে সেমির পথে যুবারা