হোম > খেলা

৮ উইকেটের জয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই অলিখিত ফাইনালে আইরিশদের ৮ উইকেটের সিরিজ জয় নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজ নিশ্চিতের ম্যাচে ৩৮ বল আগে জয় নিশ্চিত করে। বাংলাদেশের হয়ে তানজিদ তামিম ৩৬ বলে ৫৫ ও ইমন ২৬ বলে করেন ৩৩ রান।

চট্টগ্রামে এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। তিন পরিবর্তনের দিনে আগে বোলিং করে লিটন দাসের দল। দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে এক বল আগে মাত্র ১১৭ রানে অলআউট করে। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাটিংয়ে। এছাড়া ১৯ রান করে অভিজ্ঞ জর্জ ডকরেল। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে খানিকটা ধাক্কা খায় বাংলাদেশ। ৪৬ রানের মাথায় হারায় দুই উইকেট। ওপেনার সাইফ হাসান ফেরেন ১৯ রান করে। অধিনায়ক লিটন দাসের ব্যাটে আসে ৬ বলে ৭ রান।

৪৬ রানে দুই উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন ওপেনার তানজিদ তামিম ও চারে নামা পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড : ১১৭/১০, ১৯.৫ ওভার (স্টার্লিং ৩৮, ডকরেল ১৯, মোস্তাফিজ ৩/১১)।

বাংলাদেশ : ১১৯/২, ১৩.৪ ওভার (তানজিদ ৫৫, ইমন ৩৩, টেক্টর ১/১৭)

ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : তানজিদ হাসান তামিম।

সিরিজ সেরা: শেখ মাহেদি হাসান।

আজারবাইজানের কাছেও হারল মেয়েরা

অভিযোগ দিতে সময় চেয়েছেন জাহানারা

পাঁচ ক্যাচে তানজিদের বিশ্বরেকর্ড

উইলিয়ামসন-ব্রেসওয়েলের ব্যাটে নিউজিল্যান্ডের স্বস্তি

দ্বৈত ভূমিকায় বিদ্রোহী ক্লাবের সঙ্গে তামিম

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮

১১৭ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফ্রান্স ম্যাচেও কি আমিরুল ঝলক?

যে জিতবে সিরিজের ট্রফি তার