নির্বাচন অবৈধ ঘোষণা করে বিদ্রোহী ক্লাবগুলো যখন লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল, তখন একই দলে থেকে তামিম ইকবাল জানান, তার অধীনে থাকা দলগুলো লিগে খেলবে। তখনই প্রশ্ন জাগে- তাহলে তামিম আছেন কোন পক্ষে? সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করেছেন ক্লাবগুলোর হয়ে গতকাল কথা বলা মোহামেডান ক্লাবের ডিরেক্টর মাসুদুজ্জামান। তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় ক্লাব ও খেলোয়াড়- দুই পক্ষেই আছেন তামিম। এই বাঁহাতি ওপেনার যে পক্ষেই থাকুক, ক্লাবগুলো লিগে অংশ না নেওয়ার পক্ষে এখনো একমত। তারা জানায়, ৪৪টি ক্লাব লিগ না খেলার পক্ষে আছে। এছাড়া আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান শেখ বশির আল মামুন জানান, বিসিবি চাইলে নয় ক্লাবগুলো চাইলে লিগ হবে।
তামিমের ভূমিকা নিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা যারা এখানে বসে আছি, আমরা সংগঠক আর তামিম কিন্তু খেলোয়াড়। এখনো কিন্তু সে রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল বিচার থাকতেই পারে। পার্সোনাল স্ট্যান্সের কারণে খেলোয়াড়দের সাথে থাকতে চায়। ও আছে এই কারণে এবং পাশাপাশি আমাদের সাথেও আছে।’ তামিম লিগ খেলতে চায় বলে বোর্ডকে মেনে নিয়েছে- এমনটা ভাবতেও নিষেধ করেন মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘এখানে আরো ১০টি ক্লাব আছে তামিমসহ। যারা খেলতে প্রেফার করে। তো খেলতে প্রেফার করে বলেই যে তারা বোর্ডকে মেনে নিচ্ছে ব্যাপারটা তেমন না।’
অন্যদিকে আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান শেখ বশির আল মামুন বলেন, ‘আমরা শুধু আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, আমরা ক্রিকেটের পক্ষের লোক, ক্রিকেট খেলোয়াড়দের পক্ষের লোক। ক্রিকেটকে এগিয়ে নিতে যেসব ভূমিকা নেওয়ার দরকার, আমরা সেই ভূমিকাগুলোই নিব।’ তিনি বিসিবিকে একরকম হুমকি দিয়েই বলেন, ‘বিসিবি চাইলেই লিগ হবে না, আমরা চাইলেই লিগ হবে। আমাদের সাথে ৪৫টি ক্লাব একই সাথে ঐক্যবদ্ধভাবে ক্রিকেটের উন্নতির জন্যে, ক্রিকেট প্লেয়ারদের উন্নতির জন্যে। আমরা ক্রিকেট খেলার পক্ষের লোক।’ এছাড়া বিসিবি নির্বাচনের পর বিদ্রোহী ক্লাবগুলোর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানায় তারা। এ নিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘একটা বোর্ড হয়েই গেছে। একটা বোর্ড যেভাবে হয়ে গেছে, তাদের পক্ষ থেকে কি আমাদের সঙ্গে কি কোনো মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করেছিল? একেবারেই না বরং মিথ্যা তথ্য মিথ্যা কথা বলা হচ্ছে।’
বর্তমান বোর্ড পরিচালকরা ক্লাবগুলোকে পছন্দ করে না বলেও জানান তারা। মাসুদুজ্জামানের কথায়, ‘আসলে ওনারা ক্লাব এলার্জিতে ভুগছেন। ওনাদের এই যে ১২ জন পরিচালক, সেই তারা আমাদেরকে তাদের কাছে রাখতেই চায় না। এটা একটা পুরনো গেম আমরা জানি। আমাদেরকে ওনারা পছন্দ করেন না। আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ।’