হোম > খেলা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

টি-টোয়েন্টি সিরিজ

স্টাফ রিপোর্টার

ব্যাটিংয়ে ঝলক দেখান লিটন দাস, ছবি: বিসিবি

সিলেটে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। আজ ছিল নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার মিশন। কিন্তু প্রকৃতির খামখেয়ালিতে নেদারল্যান্ডসকে ধ্বলধোলাই করা হলো না টাইগারদের। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা থামেনি। উল্টো ঝুম বৃষ্টি শুরু হয়েছে। যে কারণে মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়াররা।

এশিয়া কাপের আগে ব্যাটিং প্রস্তুতির যথেষ্ট সুযোগ এসেছে লিটন দাসের দলের সামনে। একমাত্র সুযোগে ব্যাটিংয়ে নিজেদের সেরাটা দিয়ে খানিকটা ইতিবাচক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা লিটন দাসের দলের সংগ্রহ ছিল নির্ধারিত ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান। তবে দুই দফা বৃষ্টির বাধায় বাংলাদেশের ইনিংস আর মাঠে না গড়ানোয় হয়নি ২০ ওভার খেলার সৌভাগ্য।

মাত্র ২২ বলে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। আর ৪.১ ওভারের পর প্রথম দফায় নামা বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৬০ রান।

খেলা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সাইফ হাসান ব্যক্তিগত ১২ রানে কাইল ক্লাইনের বলে বোল্ড হন। সঙ্গীর বিদায়ের পরও থামেনি লিটনের ব্যাটিংঝড়। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় তার ব্যাটে আসে ৭৩ রান।

শামীম পাটোয়ারী দুর্ভাগ্যের শিকার না হলে হয়তো খেলতে পারতেন বড় ইনিংস। কাইল ক্লেইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৯ বলে করেন ২১ রান। তার বিদায়ের পর সোহান ১১ বলে ২২ ও জাকের ১৩ বলে করেন ২০ রান। সোহানের ইনিংসে ছিল দুই ছক্কা ও জাকেরের ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।


সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৬৪/৪, ১৮.২ (লিটন ৭৩, সোহান ২২*, শামিম ২১, জাকের ২০*; ক্লেইন ৩/৫৩)। (ম্যাচ পরিত্যক্ত)

বিশ্বকাপ প্রশ্নে উত্তরহীন লিটন

বৃষ্টিতে ভাসল যুবাদের ম্যাচ

ফাইনালে ‘বিসিবির’ দল চট্টগ্রাম

হাই ভোল্টেজ ম্যাচের তারা খালেদ

ক্লাবগুলোর অনুরোধেই ফুটবল লিগ স্থগিত

শেষ বলের রোমাঞ্চে ফাইনালের আশায় সিলেট

সাফ ফুটসালে দ্বিতীয় জয় বাংলাদেশের

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

মেলবোর্নে সিনার-ওসাকার দাপট

উইন্ডিজের ক্যাচ মিসের মহড়া, জিতল আফগানিস্তান